অভিনয় আসল লাগা দরকার, সেক্স দৃশ‍্যে আসল গরম মোম ঢেলে দেওয়া হয়েছিল অভিনেত্রীর পিঠে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সেলুলয়েড ও টেলিভিশনের পাশাপাশি বিনোদনের নতুন জগৎ খুলে দিয়েছে ডিজিটাল মাধ‍্যম। একগুচ্ছ OTT প্ল‍্যাটফর্মে নিত‍্যনতুন ছবি, ওয়েব সিরিজ (web series) দর্শকদের উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সিরিজগুলিতে খুল্লমখুল্লা যৌনতার দৃশ‍্য এই জনপ্রিয়তা বাড়ার অন‍্যতম কারণ বলাই যায়। এই তালিকায় একতা কাপুরের অল্ট বালাজির সুখ‍্যাতি বা কুখ‍্যাতি যেটাই বলুন, ভালো রকমই আছে।

এই প্ল‍্যাটফর্মের প্রায় প্রতিটি ওয়েব সিরিজই মাত্রাতিরিক্ত যৌন দৃশ‍্যের জন‍্য বিতর্কে জড়িয়েছে। তার মধ‍্যে অন‍্যতম পৌরশপুর (pourashpur)। পুরুষতান্ত্রিক সমাজব‍্যবস্থার ভয়ঙ্কর দিকটা তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব, পালটা প্রতিবাদের গল্প বলেছে এই ওয়েব সিরিজ।


বেশিরভাগ দৃশ‍্যেই ছিল অবাধ যৌনতা। তবে একটি দৃশ‍্যে সব সীমাই ছাড়িয়ে গিয়েছিল এই ওয়েব সিরিজ। যৌন দৃশ‍্যে আসল গরম মোম ঢালা হয়েছিল অভিনেত্রী অস্মিতা বক্সীর পিঠে। সিরিজে রাণী উমঙ্গলতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পৌরশপুরের রাজা ভদ্রপ্রতাপের অনেক রাণীর মধ‍্যে এক রাণী এই উমঙ্গলতা।

একটি দৃশ‍্যে ভদ্রপ্রতাপ ও উমঙ্গলতার মধ‍্যে সঙ্গমের দৃশ‍্য শুট হয়েছিল। সেই দৃশ‍্যেই ছিল রাণীর পিঠে গরম মোম ঢালবেন রাজা। ভদ্রপ্রতাপের চরিত্রে অভিনয় করছিলেন বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর। তিনি সত‍্যি সত‍্যিই গরম মোম ঢেলে দেন অস্মিতার পিঠে। অভিনেত্রী জানান, যাতে দৃশ‍্যটিতে অভিনয় আসল মনে হয় সে কারণেই এমনটা করা হয়েছিল।


পিঠের উপরে শুধুমাত্র একটি পাতলা সিলিকনের স্তর দেওয়া হয়েছিল বলে জানান অস্মিতা। তাতে যন্ত্রণাটা একটু কম হয়েছিল ঠিকই, কিন্তু মোমের গরম ভাবটা স্পষ্ট বুঝতে পেরেছিলেন তিনি। তবে অন্নু কাপুর খেয়াল রেখেছিলেন যে তাঁর যেন বেশি কষ্ট না হয়। পরে মেকআপ দিয়ে অস্মিতার পিঠে পোড়া দাগ করা হয়েছিল। অস্মিতা ও অন্নু কাপুর ছাড়াও সিরিজে ছিলেন শিল্পা শিন্ডে, মিলিন্দ সোমন, সাহির শেখ, পৌলমী দাসরা।

X