বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) লাহোরে (Lahore Blast) জোহর টাউনের জঙ্গি প্রধান হাফিজ সইদের (Hafiz Saeed) বাড়ির সামনে বড়সড় বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে আর ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই মহিলার আর বাচ্চা রয়েছে। আহতদের জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হাসপাতাল প্রশাসন সাধারণ মানুষকে আহতদের চিকিৎসার জন্য রক্তদান করার আবেদন জানিয়েছেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মুখ্যমন্ত্রী উস্মান বজদর এই ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হাফিজ সইদের বাড়ির বাইরে হওয়া এই বিস্ফোরণের তদন্ত এবং উদ্ধারকাজ চালানোর জন্য পুলিশ আর বোমা এক্সপার্টরা চলে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে এই বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের বাড়ি ঘরের কাঁচের জানালা-দরজা ভেঙে যায়। একটি বিল্ডিং ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, বিস্ফোরণের আওয়াজ এতটাই বেশি ছিল যে দূর-দূরান্তের এলাকাতেও শব্দ পৌঁছে যায়। যদিও এখনও পর্যন্ত কী কারণে বিস্ফোরণ ঘটেছে জানা যায়নি। একজন প্রত্যক্ষদর্শী জানায়, একটি মোটর সাইকেল দাঁড় করানো ছিল, সেখান থেকেই হয়ত বিস্ফোরণ হয়েছে।
এবার এই বিস্ফোরণের দায় ভারতের কাঁধে চাপাতে চাইছে পাকিস্তান। যদি পাকিস্তানের সরকার এই বিস্ফোরণের জন্য এখনও পর্যন্ত ভারতকে দায়ী করেনি। তবে সে দেশের নাগরিক এই বিস্ফোরণের জন্য সরাসরি ভারতের হাত আছে বলে অভিযোগ করছে। ইতিমধ্যে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে হ্যাশট্যাগ #IndiaBehindLahoreBlast ট্রেন্ড করছে। এই হ্যাশট্যাগের সঙ্গে পাকিস্তানিরা ভারতের ষড়যন্ত্রের কথা টুইটারে তুলে ধরছে। এমনকি অনেকেই এই বিস্ফোরণের পিছনে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেরও হাত দেখেছে।
Today's deadly blast in Lahore has been done by TTP & PTM as well, Fearful face the bloodhounds managed by Indian terrorist agency RAW ..#IndiaBehindLahoreBlast pic.twitter.com/GO2ZAyinmM
— ولید عبداللہ (@RCitizen01) June 23, 2021
ইশা নইম নামের এই টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভারত কখনও পাকিস্তানের শান্তি বরদাস্ত করতে পারে না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বার্তা পাঠিয়েছি। আমরা জাতিসংঘ সহ বিশ্বের প্রতিটি ফোরামে ইজরায়েলের বিরুদ্ধে খোলামেলা কথা বলেছি।। শত্রুরা একধাপ এগিয়ে চলছে, আমাদের সজাগ থাকতে হবে।” আরেকজন লিখেছেন, ‘আফগানিস্তানে শান্তি বিকাশের জন্য পাকিস্তান অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে, এ কারণেই ভারত এই অঞ্চলকে অস্থিতিশীল করতে লজ্জাজনক খেলছে।”
India🇮🇳 has never digested the stability of Pakistan🇵🇰.we sent a very powerful message to USA🇺🇸, we spoke openly against Israel🇮🇱 in every forum of the world, including the United Nations.The enemy is moving once.We have to be vigilant.#IndiaBehindLahoreBlast pic.twitter.com/Pc6ffp2Stv
— Isha Naim (@isha_naim) June 23, 2021