বাংলাহান্ট ডেস্ক: চলতি মাসের শেষের দিকে ওয়াশিংটনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও ইমরান। জানা গিয়েছে, পাকিস্তান ও আমেরিকা সম্পর্ক পুনর্গঠন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে ফেব্রুয়ারি মাসেই ট্রাম্প বলেছিলেন, সম্পর্কের উন্নতি করার জন্য আমেরিকা পাকিস্তানের সাথে বৈঠকে বসতে প্রস্তুত।
পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছেন,22 শে জুলাই দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি বসতে পারেন। আমেরিকা বারবার পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে কোণঠাসা করতে চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এও বলেন যে কোটি কোটি টাকা অর্থ সাহায্য নেওয়া ছাড়া পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি।
বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকার পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন। চলতি মাসের ২২ তারিখেই বৈঠকে বসতে পারেন ট্রাম্প ইমরান। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেওয়া হবে।