পাকিস্তান আতঙ্কবাদের ফ্যাক্টরী, সর্বত্র আতঙ্কবাদী সংগঠন রয়েছে, দাবি পাক নেতার

বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্ব এটা যানে যে পাকিস্তান (Pakistan) সন্ত্রাসবাদীদের (Terrorist) আঁতুড় ঘর। পাকিস্তানে সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানে এই সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দিয়ে সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়ানোর শিক্ষা দেওয়া হয়। পাকিস্তানের এক নেতা সর্দার শওকত আলি (Shawkat Ali) কাশ্মীরের (Kashmir) জেনেভা সম্মেলনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ খুলে দেয়।

pakistan 5

শওকত আলি বলেন, ‘কাশ্মীরের দখল করা জায়গায় পাকিস্তানের সন্তাসবাদীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সরকার সেখানে আতঙ্কবাদীদের জন্য লঞ্চিং প্যাড বানিয়ে রেখেছে’। পাকিস্তানি এই নেতা জেনেভায় আতঙ্কবাদ, উগ্রবাদ, মানবাধিকার বিষয়ে বৈঠোক করার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা বলনে। যেখানে তিনি বলেন, ‘POK এ লস্কর- ই- তৈবা এবং জৈশ- এ- মহম্মদ নামক আতঙ্কবাদের সংগঠনদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরা কাশ্মীরে আতঙ্ক সৃষ্টি করতে এবং আতঙ্কবাদ বিস্তার করতে তৎপর’। তিনি আরও বলেন, ‘কাশ্মীরে দুইভাগে মানুষ মারা যাচ্ছে। যার মূল কারণ হল POK এ তে আতঙ্কবাদীদের প্রশিক্ষণের কাজ। POK থেকে পাকিস্তানি উগ্রপন্থীরা এবং সেনারা গুলি বর্ষন করে। যার ফলে কাশ্মীর অধ্যুষিত এলাকার মানুষদের মৃত্যু ঘটছে। আতঙ্কবাদীদের অর্থের জোগান দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানের পক্ষ থেকে’।

সীমান্ত এলাকায় POK তে পাকিস্তানি জঙ্গীদের প্রশিক্ষণ না দেওয়ার বিষয়ে ভারত (India) অনেক বার অন্তরাস্ট্রীয় স্তরে কথা বলেছে। পাকিস্তান এই বিষয়ে কখনই কোন কর্নপাত করেনি। বর্তমানে FATF পাকিস্তান থেকে আতঙ্কবাদীদের অর্থের জোগান না দেওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

FATF এই বিষয়ে পাকিস্তানের উপর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই পাকিস্তানকে গ্রে লিস্টের অন্তর্ভুক্ত করেছে। এরপরও বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানকে কালো তালিকার অন্তর্ভুক্ত করতে বাধ্য হবে। পাকিস্তান যদি এখনও নিজেদের না বদলাতে পারে, তাহলে FATF এর কালো তালিকা থেকে পাকিস্তানকে আর কেউ রক্ষা করতে পারবে না।

Smita Hari

সম্পর্কিত খবর