বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) নিউইয়র্কে ভারতের (India) পাশাপাশি পাকিস্তান (Pakistan) এবং আমেরিকার (America) অভিযান শেষ। এবার দলগুলি গ্রুপের শেষ ম্যাচ খেলার জন্য পৌঁছবে ফ্লোরিডায়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লডারহিলে গ্রুপ লিগের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হতে চলেছে ভারত। অপরদিকে, শুক্রবার লডারহিলেই মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং আমেরিকা। এদিকে, ওই ভেন্যুতেই ১৬ জুন পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
এমতাবস্থায়, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী T20 বিশ্বকাপের “A” গ্রুপের ৫টি দলের মধ্যে কেবল ভারতের শেষ ম্যাচ নিয়ে তেমন কোনো চাপ নেই। কারণ ইতিমধ্যেই রোহিত বাহিনী ৩ টি ম্যাচ জিতে নিয়ে হাসিল করেছে ৬ পয়েন্ট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই ভারত সুপার এইটের যোগ্যতাও অর্জন করে ফেলেছে। এমতাবস্থায়, এই গ্রুপ থেকে পাকিস্তান, আমেরিকা, কানাডা ও আয়ারল্যান্ডের মধ্যে আর মাত্র ১ টি দলই সুপার এইটের টিকিট পাবে। যার জন্য ওই চারটি দলের লড়াই জমে উঠেছে। তবে, এই আবহেই ওই চারটি দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমান সময়ে ফ্লোরিডার আবহাওয়ার অবস্থা দেখে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করার বিষয়েই সংশয় তৈরি হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ফ্লেরিডায় তুমুল বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট এবং হোটেল চলে গিয়েছে জলের তলায়। এমন পরিস্থিতিতে, আবহাওয়ার উন্নতি না ঘটলে ফ্লোরিডায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা রীতিমতো কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন: চিনের পথেই পাকিস্তান, কেড়ে নেওয়া হবে ব্যক্তি স্বাধীনতা! দেশে ইন্টারনেটের উপর নজরদারি
যার ফলে প্রভাবিত হতে পারে ভারতীয় দলও। যদিও, এমনটা হলে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। এর কারণ হল, আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় সেক্ষেত্রে আমেরিকা পেয়ে যাবে ১ পয়েন্ট। যার পরিপ্রেক্ষিতে তারা ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে “A” গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে সুপার এইটে। যার ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান।
আরও পড়ুন: এবার হবে টাকার বৃষ্টি! TreasureNFT-র মাধ্যমে করুন স্বপ্নপূরণ, খুলে গেল উপার্জনের নতুন দিগন্ত
এদিকে, আয়ারল্যান্ডের সাথে পাকিস্তানের ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় সেক্ষেত্রে পাকিস্তান পাবে ১ পয়েন্ট। এমনটা হলে, বাবর আজমদের ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। শুধু তাই নয়, এর ফলে তারা পৌঁছতে পারবে না সুপার এইটে। এছাড়াও, কানাডার ক্ষেত্রে ৪ পয়েন্টে পৌঁছতে হলে তাদেরকে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে জিততে হবে। এমতাবস্থায়, ভারত-কানাডা ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই বিশ্বকাপের অভিযান শেষ করতে হবে কানাডাকে। ঠিক একই বিষয় প্রযোজ্য আয়ারল্যান্ডের ক্ষেত্রেও। তাদেরকে ৪ পয়েন্টে পৌঁছতে শেষ ২ টি ম্যাচ জিততেই হবে।