ভারতীয় ভেবে মারতে গেলেন নিজের সমর্থককেই! পাকিস্তানি পেসার রউফের ভিডিও ভাইরাল

   

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) রীতিমতো খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে পাকিস্তান (Pakistan)। এমনকি, গতবারের ফাইনালিস্ট পাকিস্তান ইতিমধ্যেই ছিটকে গিয়েছে বিশ্বকাপের দৌড় থেকে। মূলত, USA এবং ভারতের (India) কাছে পরাজয়ের পর পাকিস্তানের বিশ্বকাপের সফর কঠিন হয়ে উঠেছিল।

এমতাবস্থায়, গত ১৪ জুন USA এবং আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় পাকিস্তানের এবারের মতো T20 বিশ্বকাপের সফর শেষ হয়েছে। এদিকে, এহেন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলের খারাপ পারফরম্যান্সের কারণে খেলোয়াড়রা পড়েছেন তুমুল সমালোচনার মুখে। অনুরাগী থেকে শুরু করে দলের কোচও পাকিস্তানের খেলোয়াড়দের সমালোচনায় বিদ্ধ করেন।

আরও পড়ুন: খরচ হয়েছে ১২ কোটি! উদ্বোধনের আগেই নদীতে তলিয়ে গেল নির্মীয়মান সেতু, হইচই রাজ্যজুড়ে

ঠিক এই আবহেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। সম্প্রতি, তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন যা ফের সমালোচনার উদ্রেক করেছে। শুধু তাই নয়, তাঁর আচরণ দেখে ক্ষুব্ধ হয়েছেন অনুরাগীরাও। মূলত, হারিস রউফ মার্কিন মুলুকে এক সমর্থকের সাথে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আর সেখান থেকেই ঘটেছে বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন: “দলে নেই ঐক্য, ফিটনেসও খারাপ”, পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর বোমা ফাটালেন কোচ গ্যারি কার্স্টেন

শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে পুরো বিষয়টি পরিলক্ষিত হয়েছে। আর ওই ভিডিওটি প্রত্যক্ষ করেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ওই খেলোয়াড়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এবারের T20 বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছেন হারিস রউফ। তিনি হাসিল করেছেন মোট ৭ টি উইকেট। যেখানে ভারতের বিরুদ্ধেই তিনি তুলে নেন ৩ টি উইকেট। তবে, পারফরম্যান্স যাই হোক না কেন পাকিস্তানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেও নিজের কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে উঠে এলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে পাকিস্তানের তারকা ক্রিকেটার হারিস রউফ তাঁর স্ত্রীর সাথে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ে জনৈক ক্রিকেট সমর্থকের দিকে মেজাজ হারিয়ে তেড়ে যান তিনি। পরিস্থিতি অনুযায়ী মনে করা হচ্ছে যে ওই সমর্থক হয়তো হারিস কে এমন কিছু বলেছিলেন যেটি তিনি মেনে নিতে পারেননি। যদিও, ওই ভিডিওটিতে সমর্থকটিকে বলতে শোনা যায় তিনি শুধু একটি ছবি চেয়েছিলেন। তবে, হারিস রীতিমতো মারমুখী ভঙ্গিতে ছুটে যান ওই সমর্থকের দিকে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে আটকান। শুধু তাই নয়, ওই সমর্থকের পরিপ্রেক্ষিতে একজনকে বলতে শোনা যায় তিনি হয়তো ভারতীয় হবেন। কিন্তু, ওই ব্যক্তির অস্পষ্ট আওয়াজে এটুকু শোনা গিয়েছে যে, তিনি পাকিস্তানি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর