লাগামছাড়া আবাস দুর্নীতি! এবার আশাকর্মীকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন ক্রমশ্য ভয়াবহ রূপ ধারণ করছে বঙ্গের আবাস দুর্নীতি (Awas Corruption)। এবার প্রকাশ্যে আরেক অমানবিক ঘটনা। এলাকার আশা কর্মীকে (Asha worker) মারধোরের অভিযোগ উঠল তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যার (Panchayat Member) স্বামীর বিরুদ্ধে। নেপথ্যে সেই আবাস দুর্নীতি। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

কী জানা যাচ্ছে? অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার সার্ভে নিয়ে অভিযোগ তুলে এক আশা কর্মীকে মারধোর করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। এরপরই অভিযুক্তর বিরুদ্ধে সরব হন সহ আশা কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে হেমতাবাদ থানা ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত আশাকর্মী।

আশা কর্মীর অভিযোগ কী? হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই আশাকর্মী সাবিনা। তিঁনি অভিযোগ করেন ,মঙ্গলবার কাজের সূত্রে নওদা পঞ্চায়েত অফিসে যান তিঁনি। এরপরই আবাস যোজনার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ায় তাঁকে ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা রেহেনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা আলম আলি পঞ্চায়েত অফিসে আটক করে রাখে। ওঠে মারধর করার অভিযোগও।

pmay

এরপরই এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হন স্থানীয় আশাকর্মীরা। তাঁদের দাবি, সহ-কর্মীর ওপর এহেন আক্রমণে রীতিমতো আতঙ্কে ভুগছেন তাঁরা। এদিন হেমতাবাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং হেমতাবাদ থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন আশাকর্মীরা। পাশাপাশি, অভিযুক্তর শাস্তির দাবিতে দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা। সমস্ত অভিযোগ শুনে এই বিষয়ে আইনমাফিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হেমতাবাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর