এবার জমবে উইকেন্ড, ফুলেরার নতুন গল্প নিয়ে ফিরছেন ‘সচিবজি’, প্রকাশ্যে পঞ্চায়েত সিজন ৪ এর দিনক্ষণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে এল সুখবর। আসতে চলেছে ‘পঞ্চায়েত’ (Panchayat) সিজন ৪। যে ওয়েব সিরিজটি বিগত তিনটি সিজন ধরে দর্শককে একেবারে আগ্রহ, উত্তেজনার চরম শিখরে ধরে রেখেছিল, এবার তার পরবর্তী সিজনের ঘোষণা হতেই খুশির বান ডেকেছে দর্শক মহলে। ফুলেরা গ্রামের এবার কোন নতুন গল্প নিয়ে আসবেন অভিষেক, প্রহ্লাদ, বিকাশরা তা জানতে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের।

শুরু হতে চলেছে পঞ্চায়েত (Panchayat) সিজন ৪

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বেশ নাটকীয় ভাবেই হল পঞ্চায়েত (Panchayat) সিজন ৪ এর ঘোষণা। একটি ভিডিওতে দেখা যায়, বই ধোলাই করতে ব্যস্ত ‘গোপী বহু’। তাকে বলতে শোনা যায়, সোশ্যাল মিডিয়ায় যাবতীয় মিমের দায়িত্ব একাই নিয়ে রেখেছে পঞ্চায়েত (Panchayat)। তারপরেই জিতেন্দ্র কুমার বলে ওঠেন, সোশ্যাল মিডিয়া এমন একটা মিম চায় রা সারা বিশ্বে ভাইরাল হবে। এরপরেই ফের প্রশ্ন ছুড়ে দেন জিয়া। পঞ্চায়েত এ বছর আবার আসলে ট্যাঙ্কে বসে গ্রিন টি খেতে পারেন তারা?

Panchayat season 4 release date

প্রকাশ্যে মুক্তির তারিখ: বেশ মজার একটি ভিডিওর মাধ্যমেই পঞ্চায়েত (Panchayat) হিজন ৪ এর মুক্তির দিন ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ২ রা জুলাই থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হতে চলেছে পঞ্চায়েত সিজন ৪ এর। ভিডিওটি প্রকাশ হতেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। সচিবজি এবং তার দলবলের নতুন গল্প শোনার জন্য আর ধৈর্য ধরতে পারছেন না কেউই। জানা যাচ্ছে, এবারের সিজনে জিতেন্দ্র ছাড়াও আগের সিজন গুলির মতোই থাকছেন সানভিকা, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, দুর্গেশ কুমাররা।

আরো পড়ুন : পেট্রোল-ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা, শহরের ভোল বদলাতে বড় পদক্ষেপ সরকারের

সিরিজের কী গল্প: ফুলেরা গ্রাম, সেই গ্রামের পঞ্চায়েত (Panchayat) প্রধান, সচিব এবং গ্রামের অন্য মানুষদের নিয়ে এক জমজমাট সিরিজ পঞ্চায়েত। সেই করোনার সময়ে পথচলা শুরু করেছিল সিরিজটি। বিগত চার বছর ধরে পঞ্চায়েত পৌঁছে গিয়েছে মানুষের ঘরে ঘরে। সারল্য এবং হাসির মোড়কে রাজনীতির মতো জটিল বিষয়ও যে ফুটিয়ে তোলা যায় তা দেখিয়ে দিয়েছে পঞ্চায়েত (Panchayat)। উপরন্তু অহেতুক রক্তারক্তি, অশ্রাব্য ভাষার ব্যবহার না থাকায় পঞ্চায়েত বিভিন্ন বয়সের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

আরো পড়ুন : ট্রেন্ডে ভাসা যাবে না, ‘জিবলি’ ছবিতে নিষেধাজ্ঞা জারি এই মুসলিমপ্রধান দেশে

গত সিজনে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে শেষ হয়েছিল। সচিবজির CAT পরীক্ষা থেকে প্রধানের উপরে গুলি কে চালাল, তা নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তার জবাব এই সিজনে মিলবে বলেই মনে করছেন দর্শক। উপরন্তু অভিষেক রিঙ্কির প্রেম কাহিনিও এই সিজনে আরো জমে উঠতে দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X