বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাহীন বললেন নীতি আয়োগ কে, বৈঠক বয়কট করারও সিদ্ধান্ত নিলেন তিনি। নীতি আয়োগের বৈঠক তাঁর কাছে নিষ্ফলা বলে, চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
15 জুন আয়োজন করা হয়েছিল নীতি আয়োগের বৈঠক। গতকাল নীতি আয়োগ পুনর্গঠনের পর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় এই বৈঠকে। মমতা গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন যে আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৈঠকে না গেলেও নীতি আয়োগের কয়েকটি বিষয় মুখ্যমন্ত্রী আনতে চেয়েছেন প্রধানমন্ত্রীর নজরে। ন’টি পয়েন্ট এর মাধ্যমে নিজের বক্তব্য প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তিনি।
তারপরই চিঠিতে তিনি লেখেন, “কোনও আর্থিক ক্ষমতা নেই নীতি আয়োগের। কোনও রাজ্যকে সাহায্যেরও ক্ষমতা নেই। ফলে এই বৈঠকে যাওয়া আমার কাছে নিষ্ফলা।”