মন্ত্রিত্ব পদে বসে প্রথম জমানা থেকেই গোটা ভারতের আমূল পরিবর্তন আনার জন্য একের পর এক প্রকল্প সূচনা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে,গঙ্গা সাফাই অভিযান কিংবা শৌচালয় বিহীন সমাজ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন তিনি৷ দ্বিতীয় জমানায় এ বার সেই গঙ্গা সাফাই অভিযানের জন্য নিজের উপহার বিক্রি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এক বছরের পাওয়া সমস্ত উপহার বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে তা দিয়ে গঙ্গা সাফাই অভিযানের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে৷ দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ তাঁর এক বছরের সমস্ত উপহার প্রদর্শনীতে রাখা হয়েছে৷
3 অক্টোবর অবধি সেই প্রদর্শনী চলবে৷ সেখানেই প্রধানমন্ত্রীর উপহার গুলির নিলাম হবে৷ তাই সামাজিক মাধ্যমে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছে, গত এক বছরে যত উপহার পেয়েছি তা 3 অক্টোবর পর্যন্ত নিলাম হবে৷ ওই সব উপহার সাজানো থাকবে দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এ৷ তাই প্রদর্শনীতে আসুন৷ যদিও এবার আর কিন্তু সরাসরি নিলাম হবে না কারণ ডিজিটাল ভারতের যুগে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর নিলাম হবে বলে জানিয়েছেন তিনি৷
তার জন্য একটি সাইট তৈরি করা হবে সেই সাইটে গিয়ে নিলামে অংশ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ শনিবার থেকেই ওই নিলাম শুরু হয়েছে মোট2772 টি জিনিসের উপর৷ যাঁরা সব থেকে বেশি দাম বলবেন সে রকম কুড়ি জন ক্রেতাকে প্রধানমন্ত্রীর চিঠি পাঠাবেন তার পর সেগুলি বিক্রি করা হবে৷প্রতিটি জিনিসের দাম রাখা হয়েছে 200-2.5 লক্ষ টাকা অবধি৷