গঙ্গা সাফাই মিশনের অর্থের জন্য নিজের উপহার বিক্রি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মন্ত্রিত্ব পদে বসে প্রথম জমানা থেকেই গোটা ভারতের আমূল পরিবর্তন আনার জন্য একের পর এক প্রকল্প সূচনা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে,গঙ্গা সাফাই অভিযান কিংবা শৌচালয় বিহীন সমাজ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন তিনি৷ দ্বিতীয় জমানায় এ বার সেই গঙ্গা সাফাই অভিযানের জন্য নিজের উপহার বিক্রি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর এক বছরের পাওয়া সমস্ত উপহার বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে তা দিয়ে গঙ্গা সাফাই অভিযানের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে৷ দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ তাঁর এক বছরের সমস্ত উপহার প্রদর্শনীতে রাখা হয়েছে৷

3 অক্টোবর অবধি সেই প্রদর্শনী চলবে৷ সেখানেই প্রধানমন্ত্রীর উপহার গুলির নিলাম হবে৷ তাই সামাজিক মাধ্যমে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছে, গত এক বছরে যত উপহার পেয়েছি তা 3 অক্টোবর পর্যন্ত নিলাম হবে৷ ওই সব উপহার সাজানো থাকবে দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এ৷ তাই প্রদর্শনীতে আসুন৷ যদিও এবার আর কিন্তু সরাসরি নিলাম হবে না কারণ ডিজিটাল ভারতের যুগে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর নিলাম হবে বলে জানিয়েছেন তিনি৷

তার জন্য একটি সাইট তৈরি করা হবে সেই সাইটে গিয়ে নিলামে অংশ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ শনিবার থেকেই ওই নিলাম শুরু হয়েছে মোট2772 টি জিনিসের উপর৷ যাঁরা সব থেকে বেশি দাম বলবেন সে রকম কুড়ি জন ক্রেতাকে প্রধানমন্ত্রীর চিঠি পাঠাবেন তার পর সেগুলি বিক্রি করা হবে৷প্রতিটি জিনিসের দাম রাখা হয়েছে 200-2.5 লক্ষ টাকা অবধি৷


সম্পর্কিত খবর