বাংলা হান্ট ডেস্কঃ করোনার (COVID-19) সঙ্কটের সন্মুখিন গোটা ভারত (India)। আর এই সঙ্কটের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আবেদন করেছেন যে পুলিশকর্মী, স্বাস্থকর্মী, আবশ্যক সেবার সাথে যুক্ত মানুষদের সন্মানে রবিবার ৫ই এপ্রিল রাত ৯টার সময় ৯ মিনিটে ঘরের আলো নিভিয়ে বাইরে আলো করতে। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই আলো করোনার অন্ধকার দূর করার জন্য দেশবাসীকে এক করবে।
প্রধানমন্ত্রীর এই আবেদনের পর উত্তর প্রদেশের রাজধানীর আইটি চৌরাস্তার পাশে কুমোর মান্ডিতে প্রদীপের দাবি আচমকাই বৃদ্ধি পেয়েছে। কুমোর মান্ডির বাবলু প্রজাপতি অনুযায়ী, লকডাউনের কারণে তাঁর প্রদীপ বানানোর কাজ প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের পর আবারও মাটির প্রদীপ কেনা শুরু করেছে। বিগত স্টক সব শেষ হয়ে গেছে আর বাড়িতে নতুন করে প্রদীপ বানানোর কাজ বাবলু আর তাঁর পরিবারের মানুষ শুরু করে দিয়েছে।
বাবলু জানায় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানের পর দেশকে একসাথে আশা উচিৎ আর করোনার অন্ধকার মেটানোর জন্য সবাইকে একজোট হয়ে আলো জ্বালানো উচিৎ। শুধু উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে না রাজ্যের সমস্ত শহর এমনকি গোটা দেশে মাটির প্রদীপের বিক্রি অবাক ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিটি জায়গায় ৫ই এপ্রিলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।