বিক্ষোভের ছবিই বলে দিচ্ছে সঠিক পদক্ষেপ করেছে সংসদ ও মোদী: প্রধানমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর যেভাবে দেশের উত্তর পূর্ব থেকে দক্ষিণ প্রান্ত উত্তপ্ত হয়েছে তাতে সাধারণ জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছেন। রেলপথ সড়ক পথ অবরোধ রেল ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ এসব চিত্র ধরা পড়ছে প্রায় আট দিন ধরে। যদিও বৃহস্পতিবার অবধি পশ্চিমবঙ্গ শান্তই ছিল কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনে রাষ্ট্রপতির অনুমোদনের পরেই উত্তপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা।

গত তিন দিন ধরে যেভাবে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে হাওড়ার উলুবেড়িয়া মুর্শিদাবাদের বেলডাঙা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ অন্যান্য জায়গা তাতে কিন্তু বিন্দুমাত্র চিন্তিত নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরং বিষয়টি তাঁর এবং সংসদের এক যুগান্তকারী পদক্ষেপ বলে জানালেন মোদী। যেহেতু নাগরিকত্ব সংশোধনী আইনের মধ্য দিয়ে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে তাই বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন জমায়েত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে।

আর এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন বিক্ষোভের ছবি বলে দিচ্ছে সঠিক পদক্ষেপ করেছে সংসদ ও মোদী, একই সঙ্গে তিনি আরও জানান যে সমস্ত পরিবার বন্ধু শরণার্থী ছেড়ে জীবন কাটাচ্ছেন তাঁদের সম্মানের জীবন দিতেই নাকি সংসদের দুই কক্ষে এই বিল পাস করানো হয়েছে। পাশাপাশি এই ভাবে বিক্ষোভ করানোর জন্য কংগ্রেসকে দোষারোপ করলেন প্রধানমন্ত্রী।রবিবার ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচার সভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে এক হাত দিয়ে ওরা দেশকে আগুন লাগাচ্ছে দেশে আগুন লাগাচ্ছে এমন মন্তব্য করেন।

অসমের নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর যেভাবে টানা আট দিন ধরে অসমবাসী উত্তপ্ত হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস ও তাঁদের সমর্থকরা আগুন ছড়াচ্ছে তাদের কেউ পাত্তা না দিলে তাণ্ডব শুরু করে দেয়। এমনকি অসমের প্রতিবাদকে শান্তিপূর্ণ প্রতিবাদ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

X