গর্জে উঠল কলম, দিল্লী কান্ডের প্রতিবাদে কবিতা লিখলেন কবি সুবোধ সরকার

বাংলাহান্ট ডেস্কঃ দেশ যখন গভীর সংকটে, তখন বারবার গর্জে ওঠে সচেতন কবির কলম। মণিপুরে সেনা কর্মকান্ড থেকে গুজরাটে হিংসা সুবোধ সরকারের কলম হয়ে উঠেছে তার প্রতিবাদের ভাষা। এবার গত কয়েকদিনে দিল্লীতে ঘটে চলা হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে আবার কলম ধরলেন তিনি।

72457409 1920665888036588 2383183073723285504 n

সুবোধ সরকার  পশ্চিমবঙ্গের একজন আধুনিক কবি। প্রথম কবিতার বই প্রকাশিত হয় সত্তরের দশকে। এপর্যন্ত্য কুড়িটি কবিতার বই লিখেছেন, জিতেছেন দুটি পুরস্কার, কবিতার জন্য দেশবিদেশ সফর করেছেন। সমালোচকরা বলেন তার কবিতায় আছে গভীর অন্তর্দৃষ্টি ও মানবিকতা, যা কখনো শ্লেষাত্মক, কখনো সরাসরি ও সংবেদনশীল। তিনি বর্তমানে ভাষানগর পত্রিকার সম্পাদক ।গত মঙ্গলবার সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কবি। সেখানে লাগাতার হিংসার বীভৎস ছবি দেখেছেন কবি। আর তার প্রতিবাদেই কবি লিখলেন , ‘দিল্লি’ কবিতা।

 

“একদিন তোমার মেয়ে যমুনা যেতে চাইবে

তুমি বলবে, না যাস না, যমুনা জ্বলছে।

একদিন তোমার মেয়ে রাস্তা পার হতে চাইবে

তুমি বলবে, ও পারে যাস না, রাস্তা জ্বলছে।

একদিন তোমার মেয়ে বিজ্ঞান ভবনে যেতে চাইবে

তুমি বলবে যাস না ওখানে, ওটাও জ্বলছে।

একদিন তোমার মেয়ে তুলে নেবে জলের গ্লাস

তুমি বলবে, মুখে দিস না, ও জল জল নয়, বিষ।

এ কোন যমুনা রেখে গেলে, বাবা?

এ কোন জলের গ্লাস রেখে গেলে, বাবা?

একদিন তুমি ভাববে, একদিন নিজেই

নিজের বাড়িতে আগুন লাগিয়ে বলবে

আমার মেয়েটা কোথায় গেল?

সে কি যমুনায় জল আনতে গেছে?”

এর আগেও,মণিপুরে সেনা কর্মকান্ডের নিন্দা করে তিনি ‘মণিপুরের মা’ নামের একটি তীব্র কবিতা লিখেছেন। যা পরবর্তীতে গোট ভারতে ছড়িয়ে পড়ে।  “আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট / যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট ” গুজরাটে হিংসার পরও থেমে থাকেননি কবি। প্রতিবাদে গর্জে উঠেছিল কবির কলম।


সম্পর্কিত খবর