বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার পুনেতে ভারত বনাম ইংল্যান্ড এর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 317 রান করে বিরাট কোহলিরা।
ভারতের 317 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 251 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। 66 রানে ম্যাচ জিতে নেয় ভারত। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 তে এগিয়ে গেল বিরাট বাহিনী।
My first day at work was a roller coaster ride. Never over until it’s over. All’s well that ends well.🤞🏻
Cheers to this special match and many more to come. #TeamIndia #234 pic.twitter.com/UeRj3beDaT
— Prasidh Krishna (@prasidh43) March 24, 2021
এই ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটে দুই ক্রিকেটারের। একজন হলেন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া অপরজন হলেন জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে এই দু’জন দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন যার ফলস্বরূপ ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটল এদের। অভিষেক ম্যাচে নজর কাড়লেন দুজনেই। অভিষেক ম্যাচে 31 বলে 58 রানের অপরাজিত ইনিংস খেললেন ক্রুনাল পান্ডিয়া সেই সাথে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হলেন ক্রুনাল।
Superb start for @prasidh43! 👌👌
A debut to remember 🔝#TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/nqLxrznfWh
— BCCI (@BCCI) March 23, 2021
অপরদিকে বল হাতে নজর কাড়লেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় দলের জার্সি গায়ে জীবনের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে 8.1 ওভার হাত ঘুরিয়ে 54 রান দিয়ে তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। জেসন রয়, বেন স্টোকস, স্যাম বিলিংস এবং টম কারনকে শিকার করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। আর অভিষেক ম্যাচেই এমন দুর্দান্ত বোলিং করে প্রসিদ্ধ কৃষ্ণ কার্যত চিন্তায় ফেলে দিলেন ভারতীয় দলের অন্যতম সেরা বোলার মহম্মদ সামি, উমেশ যাদব এমনকি জাসপ্রিত বুমরাহ কেউ। অনেকেই মনে করছেন প্রসিদ্ধ কৃষ্ণ যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে তাহলে ভারতীয় দলে তার জায়গা মোটামুটিভাবে পাকা হয়ে গেল।
1 🆙, two to go 💪#TeamIndia 🇮🇳 pic.twitter.com/zk5UmdF1Fb
— Virat Kohli (@imVkohli) March 23, 2021