বাংলা হান্ট ডেস্কঃ আগামী জুলাই মাসে নতুন প্রেসিডেন্ট (President) পেতে চলেছে ভারত (india)। এমন পরিস্থিতিতে বিরোধী দল ও ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নামের দিকে সবার চোখ। বিজেপি হয়তো এখনও তাদের কার্ড খোলেনি, তবে এখনও পর্যন্ত বিরোধী পক্ষ থেকে তিনটি নাম সামনে এসেছিল। তবে সর্বত্র হতাশার মুখে পড়েছে বিরোধী শিবির। এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার একটি ট্যুইট রাষ্ট্রপতি নির্বাচনের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
চারিদিকে যখন জল্পনা চলছে যে, বিরোধী শিবির কাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করছে? তখন আচমকাই দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। উনি ট্যুইট করে লেখেন ‘রাজ্যসভা এবং তারপরে বিধানসভা নির্বাচনে তৃণমূলের দেওয়া সম্মান ও প্রতিপত্তির জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। এখন সময় এসেছে দল থেকে দূরে বৃহত্তর জাতীয় স্বার্থে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করা উচিত।”
I am grateful to Mamataji for the honour and prestige she bestowed on me in the TMC. Now a time has come when for a larger national cause I must step aside from the party to work for greater opposition unity. I am sure she approves of the step.
— Yashwant Sinha (@YashwantSinha) June 21, 2022
বলে রাখি, যশবন্ত সিনহা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ওনার এই ট্যুইটের পর ধারণা করা হচ্ছিল যে বিরোধী পক্ষ থেকে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন। আর এরই মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যে আমরা (বিরোধী দলগুলি) সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে যশবন্ত সিনহা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হবেন।