প্রধানমন্ত্রীকে রাখি বাঁধলেন স্কুল ছাত্রীরা, কচিকাঁচাদের সঙ্গে উৎসব পালন নমোর! রইল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ শিশুদের সঙ্গে রাখি পূর্ণিমার (Raksha Bandhan) উৎসব পালন করলেন। আজ প্রধানমন্ত্রী মোদিকে রাখি বেঁধেছেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা। এই সময়ে শিশুদের সঙ্গে দেখা করে খুব খুশি দেখাচ্ছিল প্রধানমন্ত্রী মোদীকে। এমনকি শিশুরাও প্রধানমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে বেশ খুশি ছিল। শিশুদের স্লোগান দিতেও দেখা যায়। রাখি বন্ধন পালনের ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং দেশবাসীকে রাখি উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার পরিবারের সকল সদস্যকে রক্ষা বন্ধনের আন্তরিক শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতি নিবেদিত এই রক্ষাবন্ধনের শুভ উৎসব আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলন। কামনা করি, এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির চেতনাকে আরও গভীর করে তুলুক।”

বুধবার সারাদেশে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করে। আর ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। বলে দিই যে, এই বছর রাখি বন্ধন উৎসবটি পালিত হবে দুই দিন অর্থাৎ ৩০ আগস্ট এবং ৩১ আগস্ট। আসলে ভদ্রার কারণেই এমনটা হচ্ছে। ৩০ অগাস্ট পূর্ণিমা তিথি হলেও এই দিনে সারাক্ষণ ভদ্রা কাল বিরাজ করবে। ভদ্রার কারণে, আপনি ৩০ আগস্ট রাত ৯:০২ এর পর রাখি বাঁধতে পারেন বা ৩১শে আগস্ট সকাল ৭:৩০ এর আগে আপনি রাখি বাঁধতে পারেন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর