গান্ধীনগরে মা হীরাবেনের সাথে দেখা করতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ

বাংলা হান্ট ডেস্কঃ মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করতে গান্ধীনগরে তাঁর বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীও আগামীকাল অর্থাৎ সোমবার গুজরাট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট দেবেন। প্রধানমন্ত্রী মোদী আহমেদাবাদের সবরমতি বিধানসভা কেন্দ্রের ভোটার।

এর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মা হীরাবেনের সাথে দেখা করেছিলেন। এরপর তিনি তার ব্যস্ততার কারণে তার মায়ের সাথে দেখা করতে পারেননি। এমতাবস্থায় দু’দিনের গুজরাট সফরে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার 93টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 2017 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এই আসনগুলির মধ্যে 51টি আসন জিতেছিল। কংগ্রেস জিতেছে 39টি, আর নির্দল প্রার্থীরা জিতেছিলেন তিনটি আসনে।

মধ্য গুজরাটে, বিজেপি 37টি আসন জিতেছিল। কংগ্রেস পেয়েছিল 22টি আসন। কিন্তু উত্তর গুজরাটে কংগ্রেস 17টি আসন পায়, আর বিজেপি পায় 14টি। শনিবার সন্ধ্যায় শেষ হয় দ্বিতীয় ধাপের ভোট প্রচার। সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ গুজরাট অঞ্চলের 89টি আসনের জন্য প্রথম ধাপে 1 ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দফায় গড় ভোট হয়েছে 63.31 শতাংশ।


Koushik Dutta

সম্পর্কিত খবর