সব স্মৃতি কি সব সময় আনন্দ দেয়? না এটা একেবারেই ভুল। কখনো কখনো কিছু কিছু স্মৃতি মানুষকে দুঃখ দিয়ে যায়। মনে করিয়ে দিয়ে যায় তার বেশ কিছু হারানোর বেদনা। ঠিক যেমনটা হল ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে, এইদিন স্মৃতিচারণা করে রবীন্দ্র জাদেজা মনে করিয়ে দিলেন এক বছর আগে ঠিক আজকের দিনে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। সেই স্মৃতি উস্কে দিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
2019 বিশ্বকাপের সেমিফাইনালে সেই ম্যাচে যখন একের পর এক ভারতীয় ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, যখন ভারতীয় ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভাবে ভেঙ্গে পড়েছিল সেই সময় নিউজিল্যান্ডের আক্রমনের সামনে একাই রুখে দাঁড়িয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। 59 বলে 77 রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন জাদেজা। সেই সাথে মহেন্দ্র সিং ধোনির সাথে 111 রানের পার্টনারশিপ করে ভারতকে প্রায় জয় এনে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। সেই দিনের সেই হার এখনো পর্যন্ত কুঁড়ে কুঁড়ে খায় ভারতীয় অলরাউন্ডার স্যার জাদেজাকে।
আর সেই কারনে বিশ্বকাপের সেই স্মৃতি উস্কে দিয়ে রবীন্দ্র জাদেজা টুইট করে লিখলেন, “আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় আর কিছুই করার ছিল না আমাদের। এটা আমার জীবনের অন্যতম দুঃখের দিন।”