বাংলা হান্ট ডেস্ক: গত কিছুদিন থেকে আবহাওয়ার (Weather) ভোলবদল দেখছে রাজ্যবাসী। কখনও তাপপ্রবাহে গায়ে ফোস্কা পড়ার মতো গরম, কখনও ঝড়-বৃষ্টিতে তোলপাড়। আজ শুক্রবারও ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। কলকাতা সহ সব জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সন্ধের পর ফের একবার কড়া নাড়তে পারে দুর্যোগ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কখন নামবে বৃষ্টি? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? পূর্বাভাস অনুযায়ী, আজ রাতের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দক্ষিণ বঙ্গে। কলকাতা- সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যা নিয়ে গতকালই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আজ কালবৈশাখীর পাশাপাশি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে। শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে। রবিবারের পর কিছুটা দাপট কমতে পারে। তারপর থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বহু চেষ্টার পরও ব্যর্থ! শেষরক্ষা হল না! অনুব্রতর জীবনে নেমে এল গভীর অন্ধকার
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে। সব মিলিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি চলছে।