বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস ছিলই, এবার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। উঠতে পারে ঝড়ও। আজ থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গত দুদিন থেকে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। আপাতত কিছুদিনের জন্য তাপপ্রবাহের আর কোনও সতর্কতা নেই কোথাও। বৈশাখের শেষে এসে অবশেষে চেনা ছন্দে ফিরছে আবহাওয়া। রবিবার থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি হয়েছে।
আজ কোথায় কোথায় বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবারের পর বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। কখনও ঘণ্টায় ৩০ থেকে ৪০, কখনও ঘণ্টায় ৫০ থেকে ৬০ বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: জোর বিপাকে অভিষেক! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে CBI-তে অভিযোগ, ভোটের মাঝেই তোলপাড়
সোমবার উঠবে কালবৈশাখী ঝড়। এদিন ভারী বৃষ্টির সাথে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার অধিক বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার। কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘখন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।