দশমীতে তুমুল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ৫ জেলায়! লক্ষ্মীপুজোতেও তোলপাড়? জানুন আগাম আপডেট

বাংলা হান্ট ডেস্ক: নবমীতে ভাসানোর পর দশমীতেও চলবে বৃষ্টি। মায়ের বিদায় বেলায় বাঙালির সাথেই মন ভার আকাশেরও। গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর (Alipore Weather Office), আজও বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। কোথাও আবার ভারী বর্ষণ হতে পারে।

দশমীতে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা (Kolkata) সহ পূর্ব মেদিনীপুর, হাওড়া, এবং হুগলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। তবে আজই শেষে নয়। আগামীকালও দক্ষিণবঙ্গে চলবে বর্ষণ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার।

আরও পড়ুন: রাম মন্দির জন্য নয়! অন্য এক কারণে সন্তোষ মিত্র স্কোয়ারে উপচে পড়েছে ভীড়, বললেন ফিরহাদ হাকিম

তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও সেরম বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। ওদিকে আজ ও আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির আপডেট নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

weather

তবে দশমীর দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে প্রায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর