‘যদি বাপের বেটা হোস একা আসিস!’, বাড়ি ঘেরাও কর্মসূচী নিয়ে অভিষেককে চ্যালেঞ্জ বিজেপি নেতার

বাংলা হান্ট ডেস্ক : আগামী ৫ অগাস্ট রাজ্যের সব জায়গাতে বিজেপির (Bharatiya Janata Party) সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। দলীয় নেতাদের এমনই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২১-এর মঞ্চ থেকে অভিষেক জানান, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। তার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করা হবে। টানা আট ঘণ্টা বাড়ি ঘেরাও চলবে।

অবশ্য পরে মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে উঠে অভিষেকের বক্তব্য সামান্য শুধরে দেন। বলেন, ‘অভিষেক যে ঘোষণা করেছে, তাতে আমি বলব, জেলায় জেলায় না করে ব্লক লেভেলে করুন। আর বাড়ির ১০০ মিটার দূরে। এই ঘেরাও ব্লক হিসাবে করতে। বুথ হিসাবে নয়। যাতে বাড়ির লোকের বের হতে অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাঁদের অবরুদ্ধ করা হয়েছে।’

   

abhishek mamata hc

আর এর পরই তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তরুণ বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী (Rajarshi Lahiri)। তিনি এদিন বলেন, ‘অভিষেক যদি বাপের বেটা হোস তাহলে একা আসিস আয় ঘেরাও করতে। ৫০০০ পুলিস নিয়ে আসবি না।’

 

অভিষেকের ‘বিজেপির বাড়ি ঘেরাও’ কর্মসূচি নিয়ে উত্তাল-রাজ্য রাজনীতি। ২১ এর মঞ্চ থেকে আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। তারপর থেকেই নেতার বিরুদ্ধে একের পর এক FIR, আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেল বিজেপি (BJP)। মহা অস্বস্তিতে দুই মহারথী।

সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে মামলা করার অনুমতি দিয়েছে। তবে অন্যদিকে এই সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলাম বিজেপি। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর