রাম মন্দিরের কাজ শুরু হতে পারে রাম নবমী অথবা অক্ষয় তৃতীয়াতে- সঙ্ঘ সূত্রের খবর

এই বছরের এপ্রিলেই শুরু হতে পারে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই এই মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের কাজ শুরু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্ঘ পরিবারের থেকে জানা যাচ্ছে, মন্দিরের শুরু করার জন্য দুটি দিন ভাবা হয়েছে। একটি রাম নবমীর দিন ২ এপ্রিল ও অপরটি অক্ষয় তৃতীয়ার দিন ২৬ এপ্রিল। দুটিই শুভ দিন মন্দির নির্মাণের জন্য। যদি একান্তই প্রথম দিনে না শুরু করা যায়, দ্বিতীয় দিনে শুরু করা হবেই।

সঙ্ঘ সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন ট্রাস্টের বৈঠক শুরু করা হবে, যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ট্রাস্ট্রের কোন সদস্যের নামই ঘোষণা হয়নি। সরকারের ‘সূত্র’ থেকে যে তালিকা দেখান হয়েছে, সে তালিকাতেও সব নাম খোলসা করা হয়নি। তবে লক্ষ্যনীয় বিষয় হল এই দুটি খসড়া তালিকাতেই নাম নেই রাম মন্দির ন্যাসের প্রধান নৃত্যগোপাল দাস ও বিশ্ব হিন্দু পরিষদের চম্পত রাই-এর নাম, যা নিয়ে গেরুয়া শিবিরে অসন্তোষও আছে। সরকার পক্ষের সঙ্গে কথা বলে সঙ্ঘ পরিবার এখন অসন্তোষ দূর করার চেষ্টায় আছে। আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এই দুই ব্যক্তির বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের মামলা চলছে। বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

সঙ্ঘের এক নেতা বলেন, ”ট্রাস্ট গঠন করে সরকার নিজের দায়িত্ব পূর্ণ করেছে। এ বারে বাকি কাজ ট্রাস্টের। কোন নতুন সদস্যকে ট্রাস্টে নিতে হলে, সেটিও স্থির করবে ট্রাস্ট। বিশ্ব হিন্দু পরিষদ ও অন্য সংগঠনের ভূমিকাও তাদেরই স্থির করতে হবে। মন্দিরের জন্য চাঁদা তোলার প্রক্রিয়াতেও পরিষদ জুড়তে পারে। এছাড়া ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘রামোত্‍সব’। তার উদ্যোক্তাও পরিষদ।”

সম্পর্কিত খবর