‘ফেকগিরি করে বেশিদিন…’, নাম না করেই অঙ্কুশকে তোপ দাগলেন রানা সরকার

বাংলা হান্ট ডেস্ক : ইন্ডাস্ট্রির ক্যাটফাইট আজকের নতুন নয়। কারণে অকারণে একে অপরকে খোঁচা দেওয়াটা যেন হালফিলের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর এই খোঁচা দেওয়ার জন্য সহজলভ্য প্লাটফর্ম সোশ্যাল মিডিয়া তো রয়েইছে। প্রায়শই কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় এসে নাম না করে, দু চার কথা শুনিয়েও যান। নেটিজনরাও ধরে ফেলে এইসব উড়ন্ত তীর ঠিক কাদের উদ্দেশ্যে ছোড়া হয়।

এই যেমন সম্প্রতি প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) নিশানায় উঠে এর অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নাম। অভিনেতার ‘ফেক ফলোয়ার্স’ নিয়ে লম্বা একটা পোস্ট করে ফেলেছেন প্রযোজকমশাই। তবে গোটা পোস্টে কোথাও কারও নাম কিন্তু নেননি তিনি। তবে তার হাবভাব দেখে বুঝতে কারও বাকি নেই যে, নাম না করেই ছোঁড়া এই তীর আসলে অঙ্কুশকে লক্ষ্য করেই।

   

গত বুধবার রাতে রাণা ফেসবুকে লেখেন, ‘জনপ্রিয়তা কমছে ফেক ফলোয়ার্স-ই কি তার প্রমান? একজন সেমি-সুপারস্টারের সোশ্যাল মিডিয়া পেজে দেখলাম ৫০ লাখের বেশি ফলোয়ার্স, কিন্তু ২৪ ঘন্টায় তার নভেম্বর রিলিজ সিনেমার ট্রেলারের ভিউজ ৬.৬ হাজার, লাইক ৪৮৭। বোঝাই যায় কোনটা অরগ্যানিক এর কোনটা ফেক। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দেখে কাস্টিং করার বা বিজ্ঞাপন পাওয়ার যুগ শেষ হতে চলেছে।’

আরও পড়ুন : ‘মহুলের জীবনেও একটা শোভন আসুক’, মেয়ের সহবাস নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য বৈশাখীর

এখানে জানিয়ে রাখি, গত মঙ্গলবার অর্থাৎ ১০ অক্টোবর অঙ্কুশ তার আসন্ন ছবি ‘কুরবান’র ট্রেলার পোস্ট করেছিলেন। এই ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা সরকার। ট্রেলার পোস্ট করার সাথে সাথে যেখানে লাইক, শেয়ার কমেন্টের বন্যা বয়ে যাওয়ার কথা সেখানে অঙ্কুশের পোস্টে নেহাত হাতে গোনা এনগেজমেন্ট। রানার দেওয়া পরিসংখ্যানের সঙ্গে এই পরিসংখ্যান মিলেও গেছে। ছবিটি মুক্তি পাচ্ছে আসন্ন নভেম্বরেই।

আরও পড়ুন : TRP-র খেল, সন্ধ্যা নামলেই অ্যাডাল্ট সিনের রমরমা! এই ৩ সিরিয়াল বয়কটের ডাক দিল দর্শক

 

এইদিন রানা তার পোস্টে আরও লিখেছেন, ‘সিনেমা হিট তো হয় হাতে গোনা, বাকিরা সোশ্যাল মিডিয়ায় ফেকগিরি করে বেশিদিন টিকে থাকতে পারবেন না। কার পেজে কত ফলোয়ার্স বা লাইক ভিউজ, সেটা অর্থহীন হয়ে যাবে যদি সিনেমা ফ্লপ হয়। এখনও সাবধান হন, সৎ হন।’ উল্লেখ্য, আগামি ২৪ নভেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। এক গ্রাম্য দম্পতির ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর