বাংলাহান্ট ডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে রণবীর কাপুরের (Ranbir Kapoor)। হাজার প্রচারের পরেও ‘শামশেরা’ ফ্লপ হয়েছে। আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ও বয়কটের মুখে পড়েছে। ছবির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন পরিচালক প্রযোজক। তার মধ্যে আবার যেচে বিপদ ডেকে আনছেন রণবীর
আলিয়া (Alia Bhatt)।
একজন অন্তঃসত্ত্বা স্ত্রীর ওজন বাড়া নিয়ে মজা করে বিপদ বাঁধিয়েছেন। আরেকজন বয়কটের মুখে পড়ে ডাঁট দেখিয়ে বলেছেন, পছন্দ না হলে ছবি দেখবেন না। ফলতঃ ব্রহ্মাস্ত্র বয়কটের ডাক বেড়েছে দ্বিগুণ। বাধ্য হয়ে এবার জনতা জনার্দনের কাছে ক্ষমাপ্রার্থনা করলেন রণবীর।
সমস্যা বাঁধে একটি ভিডিওর জন্য। ব্রহ্মাস্ত্র নিয়ে আলোচনায় বসেছিলেন রণবীর আলিয়া এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ভিডিওতে ছবির প্রচারের বিষয়ে আলিয়া বলেন, তাঁরাও বড় করে ছবির প্রচার করবেন। সর্বত্র ছড়িয়ে পড়বেন। পাশ থেকে রণবীর খোঁচা দিয়ে বলে ওঠেন, “একজন
তো দেখতে পাচ্ছি বেশ ভালোই ছড়িয়ে পড়েছে।”
রণবীরের মন্তব্য শুনে এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলেন আলিয়া। সঙ্গে সঙ্গে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে আদুরে গলায় অভিনেতা বলেন, মোটা হয়ে বেশ মিষ্টি লাগছে তাঁকে। আলিয়া অবশ্য খুব একটা পাত্তা না দিলেও নেটিজেনরা ক্ষেপে গিয়েছিলেন রণবীরের উপরে। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাভাবিক ভাবেই ওজন বাড়ে। রণবীরের কি সেই বুদ্ধিটুকুও নেই?
তুমুল বিক্ষোভের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন রণবীর। একটি নতুন ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি জীবনের সবকিছু দিয়ে আমার স্ত্রীকে ভালবাসি। ওটা একটা মজা ছিল কিন্তু ফলটা ভাল হয়নি। আমার খারাফ কোনো উদ্দেশ্য ছিল না। আমি ওই বিষয়টা নিয়ে পরে আলিয়ার সঙ্গে কথা বলেছিলাম আর ও হেসেই উড়িয়ে দেয়। আমার কৌতুক বোধ মাঝেমাঝে আমাকেই বোকা বানিয়ে দেয়। যারা এর জন্য আহত হয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।”
আলিয়া ভাটের একটি মন্তব্য নিয়েও বয়কটের ডাক উঠেছে। নেপোটিজম নিয়ে প্রায়ই কুকথা শুনতে হয় মহেশ ভাট কন্যাকে। সম্প্রতি এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার কিছু করার নেই। আমার এ বিষয়ে কিছুই করার নেই।”