মুখ খুললেই ইষ্টিকুটুমের বাহার বুলি! তুলনা নিয়ে কি বললেন ‘রাঙামতি’ অভিনেত্রী মনীষা?

বাংলা হান্ট ডেস্ক : সেপ্টেম্বর মাসের শেষেই  স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamati)। সিরিয়ালে প্রধান নায়িকা রাঙামতির (Rangamati) ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডলকে। প্রথম সিরিয়ালেই স্টার জলসার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে অভিনয় করার সুযোগ পেয়েছেন মনীষা।

রাঙামতির (Rangamati) চরিত্রে মনীষা মন্ডল

ছোট থেকেই তাঁর ইচ্ছা ছিল অভিনয়ে আসার। অবশেষে পড়াশোনার ছুতোয় মফস্বল ছেড়ে কলকাতায় চলে আসেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘এমএ পড়া তো ছুতো! আসলে অভিনয় করব, নিজেকে প্রমাণ করব বলেই কলকাতায় আসা’। বাংলা সিরিয়ালের রাঙামতি (Rangamati) মনীষার বাড়ি আসলে মুর্শিদাবাদে। ছোট থেকেই তাঁর বাড়িতে ছিল পড়াশোনার পরিবেশ।

অভিনেত্রীর মা পেশায় একজন শিক্ষিকা। কিন্তু ছোট থেকেই মনীষার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে অভিনয় করবেন তিনি। তাই নিজের স্বপ্ন পূরণ করতেই কল্যাণীতে এসে পড়াশোনার সঙ্গে নাট্যাভিনয়ও করতে শুরু করেন তিনি। তবে অভিনয় নিয়ে কেউ যাতে তাঁর বিরুদ্ধে প্রশ্ন তুলতে না পারেন তাই পড়াশোনার পাশাপাশি প্রথম থেকেই নাটক আর টুকটাক মডেলিং করতে থাকেন মনীষা।

এইভাবেই একদিন তিনি নজরে পড়ে যান প্রযোজক সুশান্ত দাসের। এরপর সেখান থেকেই অডিশনের পর ডাক পান ধারাবাহিকে। তাও একেবারে এক চান্সে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। সিরিয়ালে মনীষা একজন আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তাই তাঁর  মুখে শুটিংয়ের ফাঁকেও সারাক্ষণ শোনা যাচ্ছে ঝরঝরে রাঢ় বাংলার উচ্চারণ।

আরও পড়ুন : দীপিকা-আলিয়া নন! যমজ সন্তানের মা এই অভিনেত্রীই পান সবচেয়ে বেশি পারিশ্রমিক

কিন্তু সমস্যা একটাই তাঁর  বলা এই রাঢ়ের বুলি দর্শকরা আগেও শুনেছেন। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইষ্টিকুটুমের কথা মনে আছে নিশ্চই? এই ধারাবাহিকের নায়িকা বাহা ওরফে বাহা সোরেনের কথা আজও ভোলেননি দর্শক। রাঙামতিরর কথায় তাঁর সাথে এখন সেই বাহা সোরেনেরই মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা।

Rangamati

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী বলেছেন, ‘ওই ভাষা বললেই ‘বাহা’র তুলনা শুনতে হচ্ছে! বাধ্য হয়ে ভেবেছিলাম, ধারাবাহিকটা কি আর এক বার দেখব?’কিন্তু শেষ পর্যন্ত তা আর করেননি অভিনেত্রী। অভিনেত্রীর মা তাঁকে  বুদ্ধি দিয়েছেন কারও  নফল না করে নিজের মত অভিনয় করতে। তাই আপাতত নিজের অভিনয়টাই মন দিয়ে করছেন মনীষা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর