বাংলাহান্ট ডেস্ক: সাড়ে তিন বছর ধরে পর্দা মাতিয়ে রাখার পর চোখ বুজলেন রাণী রাসমণি। ৪ঠা জুলাই, রবিবার সম্প্রচারিত হয়ে গেল জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’র (karunamoyee rani rasmoni) এক ঘন্টার মহাপর্ব যেখানে দেখানো হল রাসমণির অন্তিম লগ্ন, অন্তর্জলী। রাণীমার চরিত্রে দিতিপ্রিয়া রায় (ditipriya roy) শেষ মুহূর্ত অবধি দুরন্ত অভিনয় করে গেলেন।
এদিকে রাণীমার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়াকেও যে বিদায় নিতে হবে সেট থেকে। সাড়ে তিন বছর নেহাৎ কম সময় নয়। এখানেই ছোট থেকে বড় হতে দেখেছে সকলে দিতিপ্রিয়াকে। স্কুল পেরিয়ে কলেজে গিয়েছেন তিনি। দর্শকদের পাশাপাশি শুটিং সেটেও মন তো সকলের একটু খারাপ হবেই। রাণীমার শেষ শুটিংয়ের দিন বেশ রমরমা পরিবেশও ছিল সেটে।
কলাকুশলী সকলের পাতপেড়ে খাওয়ার আয়োজন হয়েছিল। পরিবেশনের দায়িত্ব নিয়েছিলেন খোদ রামকৃষ্ণ ওরফে অভিনেতা সৌরভ সাহা। রাসমণির শেষশয্যায় উঠেছে সেলফিও। যেন স্বর্গে যাওয়ার আগে সপরিবারে ক্যামেরাবন্দি হলেন রাসমণি। শয্যায় শুয়ে হাতে ভিক্টরি সাইন দেখিয়েছেন রাসমণি রূপী দিতিপ্রিয়া। পাশে হাসিমুখে দুই মেয়ে ও দুই নাতবৌ। শয্যার পেছনে হাসিমুখে দাঁড়িয়ে বড় জামাই, নাতিরা, ছোট জামাই মথুর ওরফে গৌরব চ্যাটার্জি দাঁড়িয়ে হাতজোড় করে। এখানেও ক্যামেরাম্যানের ভূমিকায় সৌরভ।
রাসমণির ‘শেষ সেলফি’ এখন ভাইরাল নেটদুনিয়ায়। দিতিপ্রিয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার কষ্টের মাঝেও মজার খোরাক পেয়েছে নেটিজেনরা। নানা রকম মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, স্বর্গে যাওয়ার আগে সেলফি তুলছেন রাণীমা। তো কারোর অবাক প্রশ্ন, রামকৃষ্ণ টিশার্ট পরেছেন?
প্রসঙ্গত, নতুন রূপে নতুন নামে ফিরছে সিরিয়াল। ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’ নামে এখন থেকে পরিচিত হবে এই সিরিয়াল। গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এখন থেকে দেখানো হবে ধারাবাহিকে। দিতিপ্রিয়া চলে গেলেও তাঁর বদলে আসছে এক বড় চমক।
এতদিন কানাঘুঁষো শোনা গেলেও রবিবার অন্তিম পর্বেই এসে গিয়েছে সেই বহু প্রতীক্ষিত প্রোমো। বড় হয়ে গিয়েছে সারদামণি। তাঁর চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন (sandipta sen)। প্রোমোতে মিলেছে তারই ঝলক। ছোট্ট সারদামণি থেকে জগজ্জননী মা সারদা হয়ে ওঠার কাহিনি ফুটিয়ে তুলবেন তিনি। সারদাকে মাতৃজ্ঞানে পুজো করার কাহিনির ঝলকও দেখানো হয়েছে প্রোমোতে। গদাধর কীভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে উঠলেন সমস্তটাই দেখানো হবে এই সিরিয়ালে। একে একে প্রবেশ করবে ভৈরবী, তোতাপুরীর মতো ঐতিহাসিক চরিত্ররা। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এঁরা গদাধরের জীবনে।