বলিউডেও এবার রশ্মিকা ম‍্যাজিক, দীপিকা-আলিয়াদের খ‍্যাতিতে ভাগ বসাতে আসছেন ‘শ্রীভল্লি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কয়েকটা ছবি করেই জনপ্রিয়তম অভিনেত্রীদের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। তিনি এখন জাতীয় ক্রাশ। সুপারস্টার অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। উপরন্তু ‘পুষ্পা’র পর শ্রীভল্লির প্রেমে মাতোয়ারা আট থেকে আশি। রশ্মিকা ভাগ‍্যের চাকা তড়তড়িয়ে ঘুরছে। তেলুগু ইন্ডাস্ট্রি কাঁপানোর পর এবার তাঁর লক্ষ‍্য বলিউডের দিকে।

হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন রশ্মিকা। গত বছরের শুরুর দিকেই তাঁর ডেবিউ ছবির শুটিং শুরু হওয়ার খবর জানা গিয়েছিল। সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সঙ্গে জুটি বেঁধে ‘মিশন মজনু’ নিয়ে আসছেন রশ্মিকা। বছর ঘুরতেই প্রকাশ‍্যে এল ছবির মুক্তির তারিখ।


রনি স্ক্রুওয়ালার আরএসভিপি প্রযোজিত মিশন মজনু মুক্তি পেতে চলেছে আগামী ১০ জুন। ছবির পরিচালনা করেছেন শান্তনু বাগচী। ১৯৭০ এর প্রেক্ষাপটে তৈরি থ্রিলার ঘরানার ছবিতে একজন RAW এজেন্টের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে। পাকিস্তানের মাটিতে গোপন অভিযানে যাবেন তিনি।

প্রকাশ‍্যে আসা প্রথম পোস্টারে অভিনেতার হাতে একটি পিস্তল দেখা গিয়েছে। রশ্মিকার চরিত্রটি সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। পোস্টারেও দেখা মেলেনি তাঁর। মনে করা হচ্ছে, অভিনেত্রীর চরিত্রটা আপাতচ রহস‍্যের আড়ালেই রাখতে চান ছবি নির্মাতারা।

মিশন মজনু ছাড়াও আরো একটি হিন্দি ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। পুষ্পার পর রশ্মিকাকে নিজের ছবির নায়িকা করার জন‍্য কার্যত হুড়োহুড়ি লেগে গিয়েছে পরিচালক প্রযোজকদের মধ‍্যে। শোনা গিয়েছিল, পর্দার শ্রীভল্লির সঙ্গে নাকি দেখা করেছেন করন জোহরও।

প্রসঙ্গত, ২০১৬ তে ‘কিরিক পার্টি’ নামে একটি কন্নড় ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন রশ্মিকা। সেই ছবিটি ব‍্যাপক হিট হলেও মূলত ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারন অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন রশ্মিকা। তারপরেই খ‍্যাতির শীর্ষে ওঠেন তিনি।

সম্পর্কিত খবর

X