ইঙ্গিত রাজ্যপালের! রাজ্যে জারি হতে পারে রাস্ট্রপতি শাসন

 

বাংলা হান্ট ডেস্ক :  রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিয়ে এসেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রাজ্য। একের পর এক খুনের ঘটনা ঘটেছে রাজ্যে। এমন পরিস্তিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে ইঙ্গিত দিলেন রাজ্যপাল।

 

এছাড়া বৈঠক শেষে রাজ্যপাল সাংবাদিক সম্মেলনে জানান, “রাজ্যে ৩৫৬ ধারা জারি করার বিষয়টি আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনাও হয়নি।”

e8a72 img 20190613 wa0043

কিন্তু, এর কিছু পরেই একটি বেসকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেশরীনাথ ত্রিপাঠী বলেন, “হতেও পারে (রাষ্ট্রপতি শাসন)। যখন দাবি উঠবে, তখন কেন্দ্র নিশ্চই ভেবে দেখবে।”রাজ্যপালের ওই মন্তব্যে শুরু হয়েছে জোর জল্পনা।

সম্পর্কিত খবর