iPhone-র দায়িত্ব নেওয়াই কাল হল!উইনস্ট্রনের কোটি কোটি টাকার লোনও শোধ করতে হবে টাটাকে

বাংলা হান্ট ডেস্ক : জল্পনা বহুদিন ধরেই ছিল। গত অক্টোবরে সেই জল্পনায় শিলমোহর দিয়েছে খোদ টাটা গ্রুপ (Tata Group)। শীঘ্রই ভারতের (India) মাটিতে আইফোন (iPhone) তৈরির কাজ শুরু করবে সংস্থাটি। ইতিমধ্যেই এই বিষয়ে এগিয়ে গিয়েছে চুক্তির কাজকর্ম। দক্ষিণ ভারতের জনপ্রিয় সংস্থা উইস্ট্রনের কারখানা কেনার বিষয়টাও প্রায় সারা। এমতাবস্থায় চলুন জেনে নেওয়া যাক আইফোন তৈরি করতে কোম্পানিকে প্রথম পর্যায়ে কত খরচ করতে হতে পারে।

সূত্রের খবর, টাটা গ্রুপ 750 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 6,700 কোটি টাকায় উইস্ট্রনের কারখানা কিনতে চলেছে। এরপর টাটা হবে দেশের প্রথম কোম্পানি যারা আইফোন তৈরি করবে। আর এবার থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে মেড ইন ইন্ডিয়া আইফোন। এইমুহুর্তে অ্যাপলের আইফোন মূলত তৈরি করে তাইওয়ানের সংস্থা পেগাট্রন কর্পোরেশন ও ফক্সকন টেকনোলজি গ্রুপ।

   

প্রসঙ্গত উল্লেখ্য, তবে টাটা ও উইস্ট্রনের মধ্যে হওয়া চুক্তির সৌজন্যে উইস্ট্রনের সমস্ত ঋণও টাটার নামে স্থানান্তরিত হবে। উইস্ট্রনের সমস্ত বকেয়া এবার টাটা গ্রুপ পরিশোধ করবে। একথা হয়তো অনেকেই জানেন যে, 2008 সালে, উইস্ট্রন ভারতে আইফোন তৈরি করা শুরু করে। তারপর থেকে কোম্পানিটির প্রায় 75 থেকে 80 মিলিয়ন ডলার ঋণ রয়েছে, যা টাটা গ্রুপ আগামী সময়ে শোধ করবে।

আরও পড়ুন : নেই গাড়ি-বাড়ি, ব্যাঙ্কে রয়েছে মাত্র ৫৭৪ টাকা! নরেন্দ্র মোদীর সম্পত্তির খতিয়ান দেখলে চোখ কপালে উঠব

আপাতত আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রনের প্লান্টটি রয়েছে কর্নাটকের হোসুরে। এই গোটা প্লান্টটিই টাটা কিনে নিতে চলেছে। শ্রমিকের কথা বললে, বর্তমানে ভারতে প্রায় 14000 থেকে 15000 লোক এই কারখানায় কর্মরত। তবে টাটা নাকি তার নতুন কোম্পানির জন্য আরও লোক নিয়োগের কথা ভাবছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে টাটার খরচ আরও বাড়বে।

আরও পড়ুন : পাড়ার কালীপুজোয় এ কোন অরিজিৎ! খালি পা-সবুজ পাঞ্জাবিতে গায়ককে দেখে অবাক ভক্তরা

tata group in talks to buy apple supplier wistrons factory in karnataka ep

সূত্রের খবর, উইস্ট্রন ভারতে আইফোন তৈরির দায়িত্ব নিয়েছিল বটে তবে সংস্থাটি অ্যাপলের বহু শর্ত মানতে অপারগ হয়েছিল। যে কারণে প্রচুর ক্ষতিরও সম্মুখীন হতে হয় সংস্থাটিকে। ইলেকট্রনিক্স ও প্রযুক্তিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ উইস্ট্রন। ভারতকে বিশ্ববাজারে সেরার সেরা করে তুলতে এটি অ্যাপলের একটি খুব ভাল পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর