বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। উৎসবের আগে আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৬ টি পদে নিয়োগ করা হবে মোট ১৮২ জনকে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। ৩০ শে অক্টোবর, ২০২৩ আবেদনের শেষ তারিখ।
পদের নাম, শূন্যপদ ও বেতনক্রম :
ডেপুটি রেজিস্ট্রার 1টি, বেতন: 78800-209200। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার 3টি, বেতন: 56100-177500। ডেপুটি লাইব্রেরিয়ান 1টি, বেতন: 79800-131700। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1টি, বেতন: 57700-98200। প্রিন্সিপাল সফটওয়্যার/সিস্টেম/নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 2টি, বেতন: 123100-215900।সিনিয়র সফটওয়্যার/নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (গ্রেড 1 )সিস্টেম 1টি, বেতন: 78800-209200। সিনিয়র সফটওয়্যার /সিস্টেম/নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (গ্রেড 2 )1টি, বেতন: 67700-208700। সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 4টি, বেতন: 56100-177500।
আরোও পড়ুন : সেভিংস অ্যাকাউন্ট অতীত, এবার গ্রাহকদের জন্য ‘সেভিংস প্লাস’ নিয়ে এল SBI, সুবিধা জানলে অবাক হবেন
প্রিন্সিপাল মেডিকেল অফিসার 1 টি, বেতন: 123100-215900। সিনিয়র মেডিকেল অফিসার (গ্রেড1) 3টি, বেতন: 78800-209200। সিনিয়র মেডিকেল অফিসার (গ্রেড 2) 7টি, বেতন: 67700-208700। মেডিকেল অফিসার 7টি,বেতন: 56100-177550। স্পোর্টস অফিসার 2টি,বেতন: 57700-98200। সিনিয়র কাউন্সেলর (গ্রেড 1 ) 3টি, বেতন: 78800-209200।সিনিয়র কাউন্সেলর (গ্রেড 2 ) 3টি,বেতন: 67700-208700। কাউন্সেলর ২টি, বেতন: 56100-177500।এক্সিকিউটিভ অফিসার ২টি, বেতন: 56100-177500।
পাবলিক রিলশনশিপ অফিসার 1টি, বেতন: 56100-177500। ল অফিসার 1টি, বেতন: 56100-177500। সিনিয়র টেকনিক্যাল অফিসার (গ্রেড 2) 1টি, বেতন: 67700-208700।টেকনিক্যাল অফিসার 4টি, বেতন: 56100-177500। হিন্দি অফিসার 1টি, বেতন: 56100-177500। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ১টি, বেতন: 56100-177500।
আরোও পড়ুন : পুজো মণ্ডপে নিষিদ্ধ ‘ইউটিউবার’, বিজ্ঞপ্তি ভাইরাল হতেই শুরু বিতর্ক! অবশেষে মুখ খুলল কর্তৃপক্ষ
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 5টি, বেতন: 56100-177500। সিনিয়র হিন্দি ট্রান্সলেটর 2টি,বেতন: 44900-142400। জুনিয়র এক্সিকিউটিভ 6টি, বেতন: 35400-112400। জুনিয়র অ্যাকাউন্টস অফিসার 2টি, বেতন: 35400-112400। জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট 20টি, বেতন: 35400-112400। স্টাফ নার্স 15টি, বেতন: 35400-112400। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান(প্যাথলজি/রেডিওলজি/সাইকোথেরাপি) 4টি, বেতন: 35400-112400।
সিনিয়র লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 1টি, বেতন: 35400-112400। ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর 1টি, বেতন: 35400-112400। অ্যাসিস্ট্যান্ট (গ্রেড 2 ) 1টি, বেতন: 35400-112400। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ,4টি, বেতন: 21700-69100। জুনিয়র টেকনিশিয়ান/জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 14টি, বেতন: 21700-69100। ড্রাইভার (গ্রেড 2 ) 4টি,বেতন: 21000-69100। মাল্টি টাস্কিং স্টাফ 41 টি, বেতন: 18000-56900।
পদ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৫/ ৩০/ ৩৫/৪০/৫০ বছরের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীরা আবেদনের জন্য ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। www.kgpiit.ac.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে প্রার্থীদের। প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/সেমিনার উপস্থাপনা/ গ্রুপ ডিসকাশন /ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।