‘মেয়ে পাচার’, ডাইনোসরের ডিমকেও ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু! BJP নেতার মন্তব্যে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে। তবে এখনও অধরা নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বর। বহু প্রচেষ্টার পরও এখনও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে ব্যর্থ ইডি (ED)। যা নিয়ে বাড়ছে চাপানউতোর।

kalighater kaku

এবার এই কালীঘাটের কাকুকে নিয়ে টুইট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। ডাইনোসরের ডিমকেও ছাড়িয়ে গিয়েছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। ঠিক এভাবে তীব্র কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতাকে।

ঠিক কী লিখেছেন তিনি?

টুইটে বিজেপি নেতা লেখেন, ‘আমরা জানতাম ডাইনোসরের ডিম জোগাড় করা খুব কঠিন। এখন দেখছি তাকেও ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা জোগাড়।
কেন!
কারণ
চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি পাথর চুরি, গরু পাচার, সোনা পাচার, মেয়ে পাচার !
এত চোর এত চোর এত চোর!’

tathagata roy

আরও পড়ুন: সবুরে সত্যিই মেওয়া ফলে! ‘DA মিটিয়ে দেবেন মুখ্যমন্ত্রী’, কবে? হয়ে গেল বিরাট ঘোষণা

অধরা সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর

প্রসঙ্গত, সুজয়কৃষ্ণকে গ্রেফতারির পর থেকে বিস্ফোরক সব তথ্য উঠে আসে ইডির হাতে। দুর্নীতির রহস্যভেদ করতে তদন্তকারীদের চাই কাকুর কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে বারবার টালবাহানা। বহুদিন থেকে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ। আর সেই কারণেই কণ্ঠস্বর সংগ্রহ করা যাচ্ছে না। ঠিক কতটা অসুস্থ সুজয়কৃষ্ণ? নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা কেমন আছে জানতে জোকা ইএসআই হাসপাতালকে মেডিক্যাল বোর্ড তৈরি করারও নির্দেশ দিয়েছে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত।

সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থা সুজয়কৃষ্ণের আছে কি না, সে বিষয় খতিয়ে দেখতেই মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, ইডির করা আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। সুজয়কৃষ্ণের জন্য তৈরী হওয়া বিশেষ মেডিক্যাল টিমে থাকবেন ইএসআইয়ের তিনজন বিশেষজ্ঞ চিকিত্‍সক। থাকবেন একজন ইডির অফিসারও।

প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিকে জোকা ইএসআই হাসপাতালেই সুজয়কৃষ্ণর চিকিত্‍সা করা হয়। তার শারীরিক অবস্থার সমস্ত রেকর্ড জোকায় রয়েছে। তাই এবার জোকা ইএসআই হাসপাতালকেই মেডিক্যাল বোর্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরও কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়া যায়নি। সেই নমুনা পেতে এবার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর