বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) মামলায় সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। আর আদালত চত্বরেই ছিঃ ছিঃ রব। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে ওঠে ‘চোর-চোর’ স্লোগান (Slogan)। এক প্রবীণ গলা ফাটিয়ে বলে ওঠেন, ‘‘চোর-চোর পার্থ চোর। এই পার্থ চোর।’’
পরে খোঁজ নিয়ে জানা যায়, যেই ব্যক্তি পার্থকে চোরের তকমা দিলেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। রাজ্যের একজন সাধারণ মানুষ হয়েই নিজের মন্তব্য করেন তিনি। কসবা বিধানসভা এলাকার বাসিন্দা প্রবীণ ওই ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘দেশের কী করে উন্নতি হবে? চোর কোনও দিন বলবে না, আমি সাধু নই। বলবে আমি ভাল।’’
এখানেই শেষ নয়। এরপর পার্থকে গাড়িতে তোলার সময় ওপর এক ব্যক্তি ছুটে এসে বলেন, ‘‘এই পার্থ কত খেলি? কালীঘাটে কত পাঠালি।’’ এসবের প্রতিক্রিয়ায় কিছু কী বললেন পার্থ? আজ্ঞে না। গতকাল এসব কোনও মন্তব্যেরই প্রতিক্রিয়া দেননি নিয়োগ দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধুমাত্র গাড়িতে ওঠার সময় স্লোগান দেওয়া লোকজনকে একবার মাথা উঁচিয়ে দেখে গাড়ির ভিতরে বসে পড়েন।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এও আগেও বহুবার পার্থকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। এর আগে গত ২৩ মার্চ পার্থকে আদালতে হাজির করানোর সময়েও ঠিক এ রকমই বিক্ষোভ দেখানো হয়েছিল। সেই সময় চোর স্লোগানের পাশাপাশি জুতোও ছোড়া হয়েছিল এককালের দাপুটে এই নেতাকে। তবে সেই সময়ও পার্থবাবুকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
অনেকের মতে, গত বছর শিক্ষক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় প্রায়ই এসব মন্তব্য শুনতে এখন বুঝি অভ্যস্ত হয়ে গেছেন পার্থ। তাই আদালত চত্বরে সাংবাদিকদের সামনে একাধিক বিষয়ে মুখ খুললেও, এইসব মন্তব্য নিয়ে সর্বদাই মুখে কুলুপ এঁটে থাকেন তিনি।