বাংলা হান্ট ডেস্ক: এবার কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ! ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (Indian Council of Medical Research) তরফে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে ওই সংস্থার অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে (National Institute of Virology) রয়েছে কর্মখালি (Recruitment)। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ (Recruitment):
শূন্যপদের বিবরণ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিয়োগ (Recruitment) করা হচ্ছে।
শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৬ টি। যেখানে প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে শূন্যপদ রয়েছে ৩ টি এবং প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের ক্ষেত্রেও শূন্যপদের সংখ্যা হল ৩।
শিক্ষাগত যোগ্যতা: এমতাবস্থায়, প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, ভায়রোলজি অথবা মাইক্রোবায়োলজি বিষয়ে স্পেশালাইজেশন থাকা প্রয়োজন। জানিয়ে রাখি যে, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরাও এক্ষেত্রে কাজের সুযোগ (Recruitment) পাবেন।
এদিকে, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের শূন্যপদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীদের রিসার্চ ল্যাবরেটরিতে সেল কালচার, সেরোলজি টেকনিকসের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।
বয়স: প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এদিকে, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের শূন্যপদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স থাকতে হবে ২৮ বছরের মধ্যে।
বেতনের পরিমাণ: প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে মাসিক পারিশ্রমিকের পরিমাণ হল ২৮,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকা। অপরদিকে, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে মাসিক পারিশ্রমিকের পরিমাণ হল ১৮,০০০ টাকা।
আরও পড়ুন: বিফলে গেল সব চেষ্টা! হাতছাড়া হল অনিল আম্বানির এই সংস্থা, রয়েছে ২৩,৬৬৬ কোটির ঋণ
কিভাবে করবেন আবেদন: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ওই প্রতিষ্ঠানের পুণের দফতরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র থেকে শুরু করে জীবনপঞ্জি ও কর্মজীবনের শংসাপত্রের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন: মহাকাশে ভেঙে গেল চিনা রকেট! হল ৩০০ টুকরো, বিপদ বাড়িয়ে পৃথিবীর চারপাশে ঘুরছে ধ্বংসাবশেষ
নিয়োগ পদ্ধতি: এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। জানা গিয়েছে যে, আগামী ২২ এবং ২৩ অগাস্ট সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের (Recruitment) বেছে নেওয়া হবে।