বাংলা হান্ট ডেস্ক : ফের একবার খুনের হুমকির মুখে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) । পুলিশ সূত্রে খবর, ই-মেইল মারফত এই হুমকি পেয়েছেন ভারতীয় বিজনেস টাইকুন। পাশাপাশি শিল্পপতির কাছে দাবি করা হয়েছে মোট ২০ কোটি টাকা। এই পরিমাণ টাকা না দিলেই নাকি মৃত্যুর পরোয়ানা এসে হাজির হবে আম্বানির সামনে।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ এবং খোদ মুকেশ আম্বানিও। অজ্ঞাতপরিচয় ব্যক্তির উদ্দেশে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবারই একটি মেইল আসে। যাতে লেখা ছিল, ‘যদি আপনি ২০ কোটি টাকা না দেন, তাহলে আমরা আপনাকে খুন করব, আমাদের কাছে ভারতের সেরা শুটাররা রয়েছে।’
এই মেইল পাওয়া মাত্রই মুম্বইয়ের গামদেবী পুলিশ স্টেশনে দায়ের করা হয় অভিযোগ। জানা যাচ্ছে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় রুজু হয়েছে মামলা। অভিযোগ দায়ের করেছেন মুকেশ আম্বানির নিরাপত্তারক্ষী। সূত্রের খবর, মুম্বই পুলিশের পাশাপাশি, মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। এই ধরণের খুনের হুমকির পেছনে কে বা কারা রয়েছে তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন : ‘তারাই ছোটলোক…’, শ্রীময়ীর জীবন ছারখার করার পর কাকে অপমান করলেন ‘জুন আন্টি’ উষসী?
একথা বলাই বাহুল্য যে, এই মুহূর্তে ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছেন মুকেশ আম্বানি। এমতাবস্থায় তাকে খুনের হুমকি পাঠানো নিঃসন্দেহে একটি চমকে দেওয়ার মতোই ঘটনা। যদিও এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার খুনের হুমকি পেয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। চলতি বছরেই একবার উড়ো ফোন আসে এবং বলা হয় যে, গোটা অ্যান্টিলিয়াকেই বোম মেরে উড়িয়ে দেওয়া হবে। সেইবার বিহার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
আরও পড়ুন : ‘জিতু আমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে’, বিচ্ছেদের মাঝেই বিস্বাদের সুর নবনীতার গলায়
Reliance Industries Chairman Mukesh Ambani received death threat on email on 27th October, threatening to shoot him if he failed to pay Rs 20 crores. Case registered under sections 387 and 506 (2) IPC in Gamdevi PS of Mumbai: Police
— ANI (@ANI) October 28, 2023
আর এবার তো ২০ কোটি টাকা চেয়ে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, তারা ইমেল প্রেরকের আইডি থেকে আইপি অ্যাড্রেস বের করার চেষ্টা করছে। এই কাজটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই বোঝা যাবে এর পেছনে কে বা কারা রয়েছে? এটা কি কোনও একজনের কাজ নাকি এর পেছনে রয়েছে কোনও খতরনাক গ্যাং? এই সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা সঠিক পথে রয়েছি। আমরা খুব শিগগিরই ধরে ফেলব এর নেপথ্যে কে রয়েছে, তাকে।’