বাংলা হান্ট ডেস্ক: দেশের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরির জন্য অপেক্ষা করছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank Of India) এবার ব্যাঙ্কগুলিকে মহিলাদের সর্বোচ্চ চাকরি দিতে বলেছে। এমতাবস্থায়, ব্যাঙ্কগুলি যদি রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশ মেনে চলে সেক্ষেত্রে মহিলা চাকরিপ্রার্থীরা লাভবান হবেন। এর পাশাপাশি RBI গভর্নরও ব্যাঙ্কগুলিকে মহিলাদের আরও কর্মসংস্থান দেওয়ার জন্য বলেছেন।
RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস বৃহস্পতিবার বলেছেন যে, আর্থিক সেক্টর মহিলাদের আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান করার মাধ্যমে এবং মহিলাদের পরিচালিত উদ্যোগগুলির জন্য বিশেষ স্কিম প্রবর্তন করে লিঙ্গ বৈষম্য কমাতে সাহায্য করতে পারে। মূলত, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং FICCI-র যৌথ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে RBI গর্ভনর জানান যে, বিকশিত ভারতকে এটা নিশ্চিত করতে হবে যে প্রতিটি নাগরিক যাতে আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে আর্থিক পরিষেবাগুলি পেতে পারেন এবং প্রয়োজনীয় আর্থিক সাক্ষরতাও অর্জন করতে পারেন।
কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাড়াতে হবে: তিনি বলেন, ভারতে মহিলাদের শ্রমশক্তির অংশগ্রহণ বিশ্বব্যাপী গড়ের তুলনায় অনেক কম। এই ব্যবধান কমাতে হলে মহিলাদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রচেষ্টা চালাতে হবে।
আরও পড়ুন: আম্বানি-আদানি নয়, দেশের সবথেকে দামি ফ্ল্যাটের মালিক এই ব্যক্তি! নাম জানলে হয়ে যাবেন “থ”
RBI (Reserve Bank Of India) গভর্নর বলেছেন যে মাইক্রো, ছোট এবং মাঝারি ইউনিটগুলির (MSME) এক-পঞ্চমাংশ মহিলাদের নিয়ন্ত্রণে থাকা সত্বেও, মহিলা উদ্যোক্তাদের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, লিঙ্গ বৈষম্য কমাতে আর্থিক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই বিষয়টি সহায়ক নীতি নিয়ে আসা, মহিলাদের জন্য নির্দিষ্ট আর্থিক পণ্য প্রবর্তন এবং আর্থিক-প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আর্থিক সহজলভ্যতার মাধ্যমে করা যেতে পারে।
আরও পড়ুন: এবার রাজনীতির ময়দানে “এন্ট্রি” নিলেন জাদেজা! স্ত্রীকে অনুসরণ করেই যোগ দিলেন BJP-তে
তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানে আরও বেশি মহিলার নিয়োগের মাধ্যমে এবং বিশেষভাবে মহিলা-চালিত উদ্যোগের জন্য ডিজাইন করা আর্থিক পণ্য প্রবর্তনের মাধ্যমে এটি সম্পন্ন করা যাবে। এমতাবস্থায়, RBI (Reserve Bank Of India) গভর্নর ব্যাঙ্কগুলিকে আরও বেশি সংখ্যক মহিলা কর্মী যুক্ত করার জন্য পরামর্শ দিয়েছেন।