বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র হোক বা রাজ্য, সরকারি কর্মীদের (Government Employees) জন্য মাঝেমধ্যেই নানান ঘোষণা করে সরকার। বিগত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার সহ একাধিক রাজ্য ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। তবে এবার সুখবর পেলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। ২% হারে ডিআর (Dearness Relief) বৃদ্ধির সুখবর দেওয়া হল। এর ফলে ১৮ হাজারের বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী লাভবান হবে বলে খবর।
বর্ধিত হারে ডিআর কবে থেকে পাওয়া যাবে? (Government Employees)
গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ২% হারে বাড়ানোর পর বর্তমানে তাঁরা ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার সমহারে ডিআর পাবেন দিল্লি বিদ্যুৎ বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মীরা। সম্প্রতি সেখানকার বিদ্যুৎ মন্ত্রী আশিস সুদ এই ঘোষণা করেছেন।
ইতিমধ্যেই এই নিয়ে দিল্লি সরকারের (Delhi Government) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২% হারে দিল্লি বিদ্যুৎ বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর বাড়ানো হচ্ছে। এতদিন তাঁরা ৫৩% হারে ‘ডিয়ারনেস রিলিফ’ পেতেন। এবার থেকে ৫৫% হারে পাবেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে…’! জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর বিরাট দাবি শাহের
দিল্লির বিদ্যুৎমন্ত্রী জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে দিল্লি বিদ্যুৎ বোর্ডের ১৮,৭৩৭ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী লাভবান হবেন। এই সিদ্ধান্তটি পেনশনভোগীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে। যা তাঁদের সংসারের খরচ চালাতে সহায়তা করবে।
একইসঙ্গে বিদ্যুৎমন্ত্রী আশিস বলেন, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর নেতৃত্বে দিল্লি সরকার কর্মরত সরকারি কর্মীদের (Government Employees) পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লি সরকারের ডিআর বৃদ্ধির এই ঘোষণায় সেখানকার বিদ্যুৎ বোর্ডের হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে। ১৮ হাজারেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।