বাংলাহান্ট ডেস্ক: চারিদিকে অতিমারি, সন্ত্রাসের আবহ। তার মাঝে মাত্র এক বছর আগেই ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (rhea chakraborty)। সেই ভয়াবহতা ধীরে ধীরে কাটিয়ে উঠছেন। সোশ্যাল মিডিয়াতেও আগের থেকে অনেকটাই সরব হয়েছেন রিয়া। এবার তাঁর আকস্মিক উপলব্ধি, ‘আমরা কলিযুগে বাস করছি’।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লিখেছেন, ‘আমরা কলিযুগে বাস করছি। এ এমন এক সময় যখন মনুষ্যত্বকে পরীক্ষার সম্মুখে পড়তে হবে এবং মানবিকতা বারবার ভেঙে পড়ার উপক্রম হবে। আমাদের একত্র হতে হবে, নিজেদের হৃদয়ে ভালবাসা ও সহানুভূতি খুঁজে নিতে হবে এবং শৈশবের সব মূল্যবোধের শিক্ষাগুলো মনে রেখে চলতে হবে। এই অন্ধকার সময়ে বেঁচে থাকার এটাই একমাত্র উপায়। তাই নিজের পরিবার ও প্রিয়জনদের আঁকড়ে ধরে রাখুন। কারণ ভালবাসাই সবকিছু জয় করতে সক্ষম।’
সম্প্রতি আফগানিস্তানে আলিবান নৈরাজ্যের ভয়াবহতা দেখে বুক কেঁপে উঠেছিল রিয়ার। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়ে তিনি লিখেছিলেন, ‘সারা বিশ্বে যখন মহিলারা সমান বেতনের অধিকারের জন্য লড়ছে, আফগানিস্তানে তখন বেচে দেওয়া হচ্ছে মহিলাদের। তারাই এখন বেতন হয়ে গিয়েছে। আফগানিস্তানে মহিলা ও সংখ্যালঘুদের অবস্থা দেখে ব্যথিত। বিশ্ব নেতাদের রুখে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি। মহিলারাও মানুষ।’
গত এক বছর ধরে করোনা অতিমারির সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। চলতি বছরে আবার আফগানিস্তানে তালিবান শাসন দেখে ভয়ে শিউরে উঠছে সকলে। রিয়ার নিজের জীবনেও কম তোলপাড় হয়নি। সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুতে শনি নেমে এসেছিল প্রেমিকা রিয়ার জীবনে। তাঁকেই সুশান্তের ‘খুনি’ বলে এক রকম দেগে দেওয়া হয়েছিল।
রিয়ার গ্রেফতারির আগে তাঁকে ঘিরে ধরা ক্যামেরার ঝলকানি দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। এমনকি রিয়াকে জড়িয়ে বাঙালি মেয়েদেরও ‘ডাইনি’, ‘গোল্ডডিগার’এর মতো তকমা দেওয়া হয়েছিল। কেটে গিয়েছে এক বছর। কয়েক মাস জেল খেটে ছাড়া পেয়েছেন রিয়াও। না পাওয়া গিয়েছে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ, না হয়েছে সুশান্ত মৃত্যু রহস্যের কোনো কিনারা। ধীরে ধীরে ছন্দে ফিরছেন রিয়া। হাতে গোনা কয়েকজনকেই দুঃসময়ে পাশে পেয়েছিলেন তিনি। তাই এখন রিয়ার এই উপলব্ধি বলেই মত নেটিজেনদের।