বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের চাল রফতানিকারকদের নিষেধ করা হয়েছে রাষ্ট্রসংঘের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর টেন্ডারে অংশ নিতে।
সরকারের অনুমতি লাগে এই ধরনের টেন্ডারে অংশ নেওয়ার জন্য। তবে আশঙ্কা করা হচ্ছে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে চারটি দেশ আগামী দিনে বড় সমস্যায় পড়তে চলেছে। রাষ্ট্রসংঘের ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর টেন্ডারে অংশ নেওয়ার ক্ষেত্রে এই প্রথমবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরোও পড়ুন : না যাবে মদ খেয়ে চালানো, না করা যাবে চুরি! অভিনব বাইক বানিয়ে তাক লাগিয়ে দিল পড়ুয়ারা
আর কিছুদিন পরই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে ভারতের ঘরোয়া বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ সরকারের কাছে। এছাড়াও সরকার ক্রমাগত চেষ্টা চালাচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার। এই আবহে চাল রফতানিকারকদের জন্য রাষ্ট্রসংঘের তরফ থেকে ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর আওতায় টেন্ডার ডাকা হয়।
আরোও পড়ুন : ED-র উপর হামলা থেকে লুটপাট! সব দায় স্বীকার শাহজাহানের, জেরায় মুখ খুলল সন্দেশখালির বাঘ
এই চাল পাঠানোর কথা স্পেন, ক্যামেরুন, টোগো এবং আলজেরিয়ায়। যেসব দেশের মানুষ গৃহযুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে খাদ্য সংকটে ভুগছেন, সেই সব দেশে এই ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’-এর টেন্ডারের মাধ্যমে রাষ্ট্রসংঘ চাল পাঠানোর ব্যবস্থা করে। এর মাধ্যমে বিগত দিনে ভারত চাল রপ্তানি করেছে বিভিন্ন দেশে।
তবে এবার রাষ্ট্রসংঘ থেকে টেন্ডারে অংশগ্রহণ করার ডাক আসার পরই ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে রপ্তানিকারকদের সেখানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন দেশে সরকারি স্তরে আলোচনার মাধ্যমে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে ভারতের পক্ষ থেকে।