বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসেরও কম সময় বাকি। এরইমধ্যে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং জানিয়ে দিলেন যে তাঁর মতে কে প্রতিযোগিতাটির বিজয়ী এবং রানার্স আপ হতে চলেছে। প্রসঙ্গত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে দুই হাজার কুড়ি টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তারা শেষ পর্যন্ত আয়োজন করা যায়নি এবং শেষ পর্যন্ত পরের বছর অর্থাৎ ২০২১-এ তা সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজন করতে হয়েছিল।
আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার অষ্টম আসর। এর আগে কখনোই প্রতিযোগিতাটি অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হয়নি। গত বছর এই প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হওয়ায় পর অস্ট্রেলিয়া ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছিল। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন সেই দল ছিল প্রথম অস্ট্রেলিয়া দল যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরেছিল।
এবারও অস্ট্রেলিয়া দলের ওপর ভরসা রাখছেন প্রাক্তন অজি অধিনায়ক। ৪৭ বছর বয়সী রিকি পন্টিং-এর মতে অস্ট্রেলিয়া এবার তাদের ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলবে। ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে ভারতকে দেখছেন তিনি। তবে তার মতে যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হচ্ছে এবং অস্ট্রেলিয়ার পরিবেশ অস্ট্রেলিয়ান ক্রিকেটার দের বাড়তি সুবিধা দেবে তাই ভারতকে ফাইনালে হারিয়ে কাপ ঘরে তুলবেন গ্লেন ম্যাক্সওয়েলরা।
রিকি পন্টিংয়ের কথা সত্যি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি হবে। এর আগে কোন দল এখন অবধি নিজেদের ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। এখন অব্দি কোন দিন পরপর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিততে পারেনি। রিকি পন্টিং এর ভবিষ্যৎবাণী সত্যি হলে দুটি বড় ইতিহাস লিখবেন গ্লেন ম্যাক্সওয়েলরা।