বাংলা হান্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) প্রায় সবসময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত মরশুমে শেষ ওভারে ৫ টি ছক্কা মেরে দলকে জিতিয়ে রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন তিনি। এরপরে আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এমনকি পরবর্তীকালে তিনি সুযোগ পান জাতীয় দলেও। এমতাবস্থায়, বর্তমানে তাঁর কোটি কোটি অনুরাগী রয়েছে। তবে এবার, কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে এনেছে। যেখানে রিঙ্কু তাঁর জীবন এবং পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। পাশাপাশি, তাঁর হাতে থাকা ট্যাটুর মানেও উপস্থাপিত করেন তিনি।
কি জানালেন রিঙ্কু: কলকাতা নাইট রাইডার্স “নাইটস ডাগআউট পডকাস্ট”-এ রিঙ্কুর ব্যক্তিগত জীবন সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে তিনি জানান তাঁর ডান হাতে থাকা ট্যাটুটির অর্থ কি? রিঙ্কু বলেন, ডান হাতের ট্যাটুটি তাঁর জন্য খুবই বিশেষ। যখন তিনি KKR দলের জন্য নির্বাচিত হন, তখন ছিল দুপুর ২ টো বেজে ২০ মিনিট। সেই সময়টি তাঁর ট্যাটুতে রয়েছে। পাশাপাশি তিনি এটাও জানেন যে, সেই সময়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটি তাঁর পরিবারের ভাগ্য পরিবর্তন করেছিল।
রিঙ্কুর মতে, “যখন আমি KKR-এর জন্য নির্বাচিত হয়েছিলাম সেই মুহূর্তটি মাথায় রেখে আমি এটি তৈরি করেছি। আমার মনে আছে তখন দুপুর ২ টো বেজে ২০ মিনিট ছিল। সেই মুহূর্ত থেকে আমার পরিবারের জীবন বদলে গেল। আমি ৮০ লক্ষ টাকায় নিলামে উঠলাম। সেই টাকায় আমার পরিবারের সকল সমস্যার অবসান ঘটে। আমরা সব ঋণ পরিশোধ করেছিলাম। তাই তারপর থেকে আমার জীবন বদলে গেছে”
https://twitter.com/KKRiders/status/1784513588377579668?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1784513588377579668%7Ctwgr%5Eadd4c3e4f8a02d496f165ab9938513cf318bfaf9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.newsnationtv.com%2Fsports%2Findian-premier-league%2Frinku-singh-reveal-his-tattoo-story-says-i-have-tattoo-that-has-the-exact-time-when-i-was-picked-for-kkr-in-ipl-462293.html
পাশাপাশি, “পরিবার” শব্দটিও ট্যাটুতে গোলাপ এবং শান্তির প্রতীকের সাথে লেখা আছে। উল্লেখ্য যে, একজন পেশাদার ক্রিকেটার হওয়ার পথে রিঙ্কুর যাত্রা সহজ ছিল না। তবে, তাঁর ট্যাটু তাঁকে সংগ্রাম এবং শেষ পর্যন্ত সাফল্যের কথা মনে করিয়ে দেয়। ট্যাটুর বর্ণনা দিতে গিয়ে রিঙ্কু আরও বলেন, “আমি এখানে পরিবার শব্দটি পেয়েছি। একটি গোলাপ এবং শান্তির প্রতীক এখানে লেখা হয়েছে।”
আরও পড়ুন: এটা কি করলেন মাস্ক? ভারত সফর স্থগিত করে পৌঁছে গেলেন চিনে, কি পরিকল্পনা করছেন টেসলার CEO?
৬ বার কামড়েছে বানর: KKR দ্বারা শেয়ার করা এই পডকাস্টে, রিঙ্কু তাঁর জীবনের একটি মজার ঘটনার কথাও বলেছেন। তাঁকে একবার বা দু’বার নয়, ৬ বার বানর কামড়েছে। এই বিষয়ে রিঙ্কু বলেন, “বানরটি আমাকে ৭ বার কামড়েছে। একই বানর ছিল। আমার মনে হয় সে আমার প্রেমে পড়ে যায়।”
দ্বিতীয় স্থানে KKR: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের IPL-এ KKR এখনও পর্যন্ত খেলা ৮ টি ম্যাচে ৫ টিতে জিতেছে এবং ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে, আমরা যদি রিঙ্কু সিংয়ের পারফরম্যান্সের দিকে তাকাই সেক্ষেত্রে রিঙ্কু ১৫৭.৭৫ স্ট্রাইক রেটে ২২.৪০ গড়ে ১১২ রান করেছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার