বাংলা হান্ট ডেস্ক: IPL-এর মেগা নিলাম ক্রমশ এগিয়ে আসছে। এমতাবস্থায়, সামনে আসছে একের পর এক বড় আপডেট। যেগুলি অবাক করে দিচ্ছে ক্রিকেট অনুরাগীদের। সেই রেশ বজায় রেখেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। এখনও পর্যন্ত দিল্লি কোন কোন খেলোয়ারদের ধরে রাখতে সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।
দিল্লিকে “আনফলো” করলেন ঋষভ (Rishabh Pant):
এদিকে, ইতিমধ্যেই দিল্লি দলের ম্যানেজমেন্টে বড় পরিবর্তন ঘটেছে। তারপরেই সামনে আসছে বিরাট আপডেট। মূলত, রিটেনশনের তালিকা প্রকাশের ৯ দিন আগে জানা গেল যে পন্থ (Rishabh Pant) এবার ইনস্টাগ্রামে দিল্লিকে আনফলো করেছেন। এমতাবস্থায়, পন্থের দিল্লিকে ফলো না করার বিষয়টি এটাই প্রমাণিত করছে যে তাঁর এবং দলের মধ্যে হয়তো দূরত্ব বেড়ে গিয়েছে। আর সেই কারণেই হয়তো পন্থ আনফলো করেছেন দিল্লিকে।
Rishabh Pant has unfollowed Delhi Capitals on Instagram
Rajasthan Royals how about Pant and Samson duo in Pink pic.twitter.com/Lmmi9ubV5D
— Chinmay Shah (@chinmayshah28) October 20, 2024
সম্প্রতি পন্থ একটি চমকপ্রদ পোস্ট করেছিলেন: জানিয়ে রাখি, সম্প্রতি পন্থ (Rishabh Pant) “X” মাধ্যমে একটি চমকপ্রদ পোস্ট করেছিলেন। যার পরে তুমুল আলোচনা হয়। গত ১২ অক্টোবর গভীর রাতে, পন্থ পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন, “আমি যদি নিলামে যাই, আমাকে বিক্রি করা হবে কি না এবং বিক্রি হলে কত টাকায়?” পন্থের এই পোস্টকে ঘিরেও তুমুল জল্পনা শুরু হয়েছিল। উল্লেখ্য যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরই দুবাই গিয়েছিলেন পন্থ। সেখানে তিনি GMR গ্রুপের দিল্লির সহ-মালিকের সাথেও দেখা করেন। GMR গ্রুপ ২০২৫ এবং ২০২৬ সালে দিল্লির পুরুষদের দল পরিচালনা করছে।
আরও পড়ুন: বাংলাদেশকে প্রোটিন জোগাচ্ছে ভারত! ফের রফতানি করা হল ২.৩১ লক্ষ ডিম
ম্যানেজমেন্টের পরিবর্তনেই কি পড়েছে প্রভাব: আসলে JSW এবং GMR গ্রুপ সম্মত হয়েছে যে উভয় সংস্থাই দুই বছরের জন্য এই দল পরিচালনা করবে। GMR গ্রুপ আসার পরে দলে বড় পরিবর্তন শুরু হয়। ইতিমধ্যেই দিল্লির হেড কোচ ও ক্রিকেট ডাইরেক্টর বদল হয়েছে। হেমাঙ্গ বাদানিকে হেড কোচ করা হয়েছে এবং সৌরভ গাঙ্গুলির পরিবর্তে ভেনুগোপাল রাওকে নেওয়া হয়েছে। এমতাবস্থায়, আগামী দুই মরশুমে দিল্লির পুরুষ দলের সঙ্গে দেখা যাবে না সৌরভ গাঙ্গুলিকে।
আরও পড়ুন: বড় খবর! এবার কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়তে চলেছে হকি, কারণ জানলে হবে রাগ
এদিকে, নতুন এই চুক্তিতে দুই গ্রুপই একত্র হবে শুধু নিলামে এবং অধিনায়ক নিয়োগে। তবে দেখা যাচ্ছে, দুই গ্রুপই অধিনায়কত্ব নিয়ে একমত হতে পারছে না। সম্ভবত, এই কারণেই পন্থের (Rishabh Pant) সাথে দূরত্ব বেড়ে গিয়েছে।