বাংলা হান্ট ডেস্ক : IPL ২০২৪ এর উন্মাদনা এখন তুঙ্গে। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে, চলছে সেই প্রতিযোগিতা। ক্রিজে দাঁড়িয়ে ব্যাটাররা ব্যাটে আগুন ঝরাচ্ছেন যেন। অভিজ্ঞরা তো দাপট দেখাচ্ছেনই সেই সাথে নতুনরাও কম যায়না। সাথে এটাও শোনা গেছিল, আইপিএল-র দাপুটে নায়কদের নিয়েই টি২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড সাজাচ্ছে বিসিসিআই (Board Of Control For Cricket In India)।
বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, IPL-এ ভালো খেললেই টি ২০ বিশ্বকাপের বিমানে উঠতে পারবেন তারকারা। তবে এবার খবর, সেটি হচ্ছেনা। কারণ, আইপিএল শেষ হওয়ার আগেই দল ঘোষণা করতে হবে প্রতিটি দেশকেই। এমন আবহে সম্পূর্ণ আইপিএল-কে পর্যবেক্ষণ করার সময়ই পাচ্ছেনা BCCI। তাই কেবল আইপিএল নয়, প্লেয়ারদের ওভার অল ফর্মকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা।
ইতিমধ্যেই সম্ভাব্য পনেরো নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। বিভিন্ন প্রাক্তন ক্রিকেটারও তাদের পছন্দ, অপছন্দ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। সূত্রের খবর, আসন্ন টুর্নামেন্টে এক নতুন তারকার নাম যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আর তিনি হলেন রিয়াগ পরাগ। হ্যাঁ, চলতি আইপিএল-এ তার দূর্দান্ত ফর্ম দেখে কার্যত মুগ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। মরশুমের শুরুর থেকেই দারুণ ফর্মে রয়েছেন রাজস্থানের এই ব্যাটার।
আরও পড়ুন : বড় ঝটকা ধোনির দলে, মুস্তাফিজের পর ছিটকে গেলেন কোনওয়েও! বদলে বুড়ো পেসারকে নিল CSK
এমনিও অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহলির পরেই রয়েছেন তিনি। সেই সাথে স্ট্রাইক রেটও নজরকাড়া। একথা বলা অত্যুক্তি হবেনা যে, রাজস্থানের অপ্রতিরোধ্য হয়ে ওঠার পিছনে বড় ভূমিকা রয়েছে পরাগের। বছর ২৩ এর এই ব্যাটারের ব্যাট থেকে আগুন ঝরছে যেন। তার স্ট্রাইক রেট রয়েছে ২০০ এর উপর।
আরও পড়ুন : ‘ঘরে ঢুকে মারব’, সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারি মোদীর! নাক গলাবে না বাইডেন, খুলা ছুট আমেরিকার
কলকাতার সাথে ম্যাচের দিন ১৪ বলে ৩৪ রান করে আউট হন তিনি। মরশুমের ৭টি ম্যাচে রিয়ান পরাগের দখলে রয়েছে ৩১৮ রান। এই মুহূর্তে তার গড় রান ৬৩.৬০। পরাগের ঠিক উপরেই রয়েছেন বিরাট কোহলি। ৭ ম্যাচে কোহলির সংগ্রহ ৩৬১ রান। এমন আবহে আসন্ন টুর্নামেন্টে রিয়ানের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার