ফাঁকা আশ্রম পেয়ে মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা পুলিশকর্মীর! CCTV ফুটেজ ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রক্ষকই যদি ভক্ষকের রূপ ধারণ করে, তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে বাধ্য। যে পুলিশ কর্মীদের ওপর ভরসা করে আমাদের নিরাপত্তা সুরক্ষিত থাকে, তারাই যদি কোন ঘৃণ্য কাজে সামিল হয়, তাহলে সেটি অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। এক পুলিশকর্মীর দ্বারা বর্তমানে এহেন এক ঘৃণ্য কাজের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধরমপুর এলাকায়।

একটি নির্জন আশ্রমের ভিতরে এক মহিলার সঙ্গে ‘ঘনিষ্ঠ’ হতে দেখা গিয়েছে সেখানকারই এক পুলিশকর্মীকে। সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় উঠে আসার ফলে তা জনসমক্ষে আসে এবং তা দেখেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। এমনকি পরবর্তীকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়।

ঘটনার কেন্দ্রস্থল চন্দ্রকোনার ধরমপুর রাজ্য সড়কের একটি আশ্রম। জানা গিয়েছে, সেই আশ্রমে কেউ থাকতো না আর স্বভাবতই স্থানটি ফাঁকা পেয়ে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা মেলে স্থানীয় থানার এক পুলিশকে। তাদের সেই ঘনিষ্ঠতার চিত্র উঠে আসে সিসিটিভি ফুটেজে এবং তা জনসমক্ষে উঠে আসার পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ কর্মীটির উদ্দেশ্যে খোঁজ চালাতে থাকে গ্রামবাসীরা এবং পরবর্তীকালে তাকে পাকড়াও করা হয়। তবে এরপরেই তাদের নাগাল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার পরেই সেখানে এসে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ এবং এরপর তাদেরকে ঘিরে একের পর এক আন্দোলন দেখাতে থাকে এলাকাবাসীরা। রাজ্য সড়ক পর্যন্ত অবরোধ করা হয়।

সম্পূর্ণ ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তোলা হলেও কে ওই পুলিশকর্মী কিংবা আশ্রমের মধ্যে কেন এমন ঘৃণ্য কাজে জড়িত ছিল সে, এ প্রসঙ্গে তাদের তরফ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি।

সম্পর্কিত খবর

X