মাঠে নেমেই রেকর্ড! বিশ্বকাপের মঞ্চে কোহলিকে টপকে গেলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে এই ম্যাচটি আয়োজিত হলেও অজিদের হালকাভাবে নেওয়ার উপায় নেই বিরাট কোহলিদের (Virat Kohli)। চলতি বছরেই এই মাঠে ভারতকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে দেশে ফিরেছিল তারা।

এই সকল চিন্তার মধ্যেই আজ মাঠে পা রাখা মাত্র একটি বড় রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে তার নামের পাশে। কিন্তু এই দিন মাঠে নামামাত্র হিটম্যান যে রেকর্ডটি করলেন তা হল ভারতীয় অধিনায়ক হিসেবে।

rohit চিন্তিত

এর আগে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে তার মত বয়সে কোনও ক্রিকেটের ভারতকে নেতৃত্ব দেয়নি। বিরাট কোহলি এই তালিকার প্রথম পাঁচেই আসেন না। ভাবলে আশ্চর্য লাগে একসময় তুমুল প্রতিভাবান এবং বেশ কিছু বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও 2011 বিশ্বকাপের দলে জেনে জায়গা পাননি তিনি আজ ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা ও অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মাঠে নামলেন।

আরও পড়ুন: এশিয়ান গেমসে দুরন্ত বোলিং! এবার এই তারকাকে বিশ্বকাপে কোহলিদের সঙ্গে খেলতে ডাকবে BCCI

ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ভারত অধিনায়কদের তালিকা:
◆ রোহিত শর্মা: ৩৬ বছর ১৬১ দিন (২০২৩)
◆ মহম্মদ আজহারউদ্দীন: ৩৬ বছর ১২৪ দিন (১৯৯৯)
◆ রাহুল দ্রাবিড়: ৩৪ বছর ৭১ দিন (২০০৭)
◆ শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন: ৩৪ বছর ৭৭ দিন (১৯৭৯)
◆ মহেন্দ্র সিং ধোনি: ৩৩ বছর ২২৫ দিন (২০১৫)

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর