সেরি-আ লিগ জয় করোনাবিদ্ধ ভক্তদের উৎসর্গ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল ইতালির সেরি আ’ লিগ। সাড়ে তিন মাসের দীর্ঘ বিরতির পর ফের শুরু হয় সেরি আ’ লিগ। তবে এই বিরতিতে কোন ভাবেই মানসিকতায় পরিবর্তন আসেনি ইতালিয়ান জায়ান্টদের। লিগ শুরু হওয়ার পর টানা ন’বার সিরি আ’ লিগ জিতে জুভেন্টাস ফের প্রমাণ করে দিল যে ইতালিয়ান ফুটবলে তারাই শেষ কথা।

তবে ফাঁকা গ্যালারিতে নেমেও রোনাল্ডোর প্রমাণ করে দিলেন যে বয়স যতই হোক না কেন গোল করা তার কাছে একটা নিত্যনৈমিত্তিক কাজ। বয়স যায় হয়ে যাক না কেন মাঠে নামলে তিনি এখনও গোল করার জন্য ছটফট করেন। গোল না করা পর্যন্ত তার খিদে মিটে না। এই দিন জুভেন্টাস জিতল 2-0 গোলের ব্যবধানে। আর প্রথমার্ধের একেবারে শেষ সময়ে জোরালো শর্টে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

108540216f980b36a995172a31f44eaa3d0aef174987b297d84e090c5c77db3a01a129920

চলতি সেরি আ’ লিগে রোনাল্ডো এখনো পর্যন্ত 31 টি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন। যদিও এইদিন পেনাল্টি মিস না করলে আরো অনেকটাই এগিয়ে যেতে পারতেন সি আর সেভেন। এইদিন লিগ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছেন টানা দ্বিতীয়বার সিরি আ’ লিগ জিতে আমি খুব খুশি। এই জয় আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করলাম, বিশেষ করে যারা এই কোভিড-19 এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং যারা এখনো পর কোভিড-19 সঙ্গে লড়ছেন তাদেরকে আমি আমার এই জয় উৎসর্গ করলাম। এই জয় সমগ্র ইতালিবাসীর।


Udayan Biswas

সম্পর্কিত খবর