আমরা বিশ্বের সাথে করোনা ভ্যাকসিনের টেকনোলজি শেয়ার করে নিতে রাজিঃ রাশিয়া

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Covid-19) ভ্যাকসিন প্রস্তুতিতে নিযুক্ত হয়েছে গোটা বিশ্ব। রাশিয়ার (Russia) সরকার এই পরিস্থিতিতে করল এক বড় ঘোষণা। যার জেরে আশার আলো দেখেছে গোটা বিশ্ব। করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রস্তুতিতে যেখানে সমগ্র বিশ্ব একত্রিত হয়েছে, সেখানে রাশিয়ার এই সংবাদে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব।

রাশিয়ার আবিস্কৃত করোনা ভ্যাকসিন
রাশিয়ার গামালয় ইন্সটিটিউট করোনা ভ্যাকসিনের উপর পরীক্ষা নিরীক্ষা করছিল। তাঁদের আবিস্কৃত ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে কার্যকর করোনার ভ্যাকসিন হিসাবেও দাবী করেছেন তারা। বর্তমানে তারা তাঁদের এই টেকনোলজি বিশ্বের সাথে ভাগ করে নিতে প্রস্তুত। গামালয় ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান আলেকজান্ডার জিন্সবার্গ জানিয়েছেন, রাশিয়ায় আবিস্কৃত এই করোনা ভ্যাকসিন পশ্চিমা দেশগুলির আবিস্কৃত টিকার মধ্যে সবথেকে বেশি কার্যকরী। এটা নিয়ে গবেষণাও চলছে।

চলছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল
রাশিয়ার গেমালিয়া ভ্যাকসিন ইতিমধ্যে দুটি প্রতিষ্ঠানে ক্লিনিকাল ট্রায়াল সম্পন্ন করেছে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও ২২ টি প্রতিষ্ঠানকে তাঁদের পর্যবেক্ষণের আয়ত্তায় এনেছে। এই সংস্থাগুলিকে জানানো হয়েছে, আবিস্কৃত ভ্যাকসিন গুলির তিনটি পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল শেষ করার পরে, তাঁদের অনুমোদন দেওয়া হবে।

রাশিয়ার উপর অভিযোগ
রাশিয়ার এই আবিস্কৃত ভ্যাকসিনের তথ্য সমগ্র বিশ্বের সাথে ভাগ করে নিতে চাইছে। কিন্তু রাশিয়ার এই সাফল্যের দিনে আমেরিকা, ব্রিটেন এবং কানাডা অভিযোগ করেছে, রাশিয়া তাঁদের তথ্য চুরি করে, এই ভ্যাকসিন বানিয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনল বিভিন্ন দেশ
বৃহস্পতিবার যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার অভিযোগ করেছে, রাশিয়ার সাইবার হ্যাকাররা ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ল্যাব থেকে করোনার ভ্যাকসিনের ফর্মুলা চুরি করার চেষ্টায় ছিল। কিন্তু রাশিয়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে, একথার বিরোধিতা করেছে।


Smita Hari

সম্পর্কিত খবর