বাংলা হান্ট ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এমতাবস্থায়, নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া এবার ভারতকে বড় অফার দিয়েছে। জানা গিয়েছে যে, ভারতকে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের বিষয়ে একটি নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইতিমধ্যেই ভারত সরকার এই প্রস্তাব বিবেচনা করছে বলেও জানতে পারা গিয়েছে।
প্রকৃতপক্ষে, ডলারে অর্থপ্রদান বন্ধ হওয়ার কারণে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থপ্রদানের জন্য একটি নতুন সিস্টেম তৈরি করেছে। এদিকে উল্লেখযোগ্যভাবে, ভারত মূলত রাশিয়া থেকে অপরিশোধিত তেল এবং অস্ত্র আমদানি করে। অন্যদিকে, ইউক্রেন থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় এই মাসে ভারত সূর্যমুখী তেলেরও একটি বড় চুক্তি করেছে।
ব্লুমবার্গে প্রকাশিত খবর অনুযায়ী, রাশিয়ার ম্যাসেজিং সিস্টেম SPFS ব্যবহার করে ভারত রুপি থেকে রুবেলে পেমেন্ট করতে পারবে। তবে এখনও পর্যন্ত ভারত সরকার এই অফার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে আজ দু’দিনের ভারত সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এই সময়ের মধ্যেই এই প্রস্তাবটি বিবেচনা করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এখন প্রশ্ন হল, এর থেকে ভারত কিভাবে লাভবান হবে? প্রকৃতপক্ষে, এর বিনিময়ে ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা এবং যদি এটি ঘটে তবে ভারতের জন্য নিঃসন্দেহে তা একটি বড় স্বস্তি হবে।
রাশিয়ার এই ব্যবস্থা কীভাবে কাজ করবে?
এই বিশেষ ব্যবস্থায়, রাশিয়ান মুদ্রা অর্থাৎ রুবেল ভারতীয় ব্যাঙ্কগুলিতে জমা করা হবে এবং তারপরে তা ভারতীয় মুদ্রায় অর্থাৎ রুপিতে রূপান্তরিত হবে। একইভাবে, রুপিকে রুবেলে রূপান্তরিত করে পেমেন্ট করা হবে। শুধু তাই নয়, রাশিয়া ভারতীয় এবং রাশিয়ান ব্যাঙ্কগুলির দ্বারা জারি করা কার্ডগুলিকে MIR পেমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত করতে চায়।
এছাড়াও, বর্তমানে একাধিক নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া শুধু ভারতকে এই প্রস্তাবই দেয়নি বরং, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের আধিকারিকরাও ভারতে এসে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে। প্রকৃতপক্ষে, ভারত অস্ত্রের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল এবং একই সময়ে, ক্রুড তেলের ক্রমাগত দাম বৃদ্ধির কারণে, ভারতও রাশিয়ার কাছ থেকে সস্তা তেল কিনতে ইচ্ছুক। পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা থাকলেও সস্তা তেলের আশায় ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যেতে চায়।
তবে এটা নিশ্চিত যে, ভারত যদি রাশিয়ার এই প্রস্তাব মেনে নেয়, তাহলে শুধু ভারতের বৈদেশিক মুদ্রাই বাঁচবে না পাশাপাশি, ভারতীয় মুদ্রাও মজবুত হবে।