বাংলা হান্ট নিউজ ডেস্ক: তারকা পিতার সন্তান হওয়া এবং তারপর বাবার পেশাতেই সাফল্য খোঁজার চেষ্টা করা সত্যিই খুব কঠিন বিষয়। তাদের সুনাম বজায় না রাখতে পারলেই বিদ্ধ হতে হয় সমালোচনায়। সম্প্রতি সচিন টেন্ডুলকারের সন্তান অর্জুন টেন্ডুলকারকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে তিনি একা নন, অতীতেও এমন ঘটনা প্রত্যক্ষ করেছে ভারতীয় ক্রিকেট।
কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কারকে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এর জন্য এক সময় বাধ্য হয়ে মুম্বই ছেড়ে বাংলার হয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলতে এসে কিছুটা সাফল্য পেয়েছিলেন সুনীলের সন্তান। এখন সেই পথেই হাঁটছে চলেছেন সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার।
খবর শোনা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট বোর্ডের কাছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ চেয়ে নিয়েছেন। কিন্তু কোথায় খেলবেন তিনি এর পরে? শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে গোয়ার হয়ে খেলতে দেখা যাবে অর্জুনকে। মূলত আরও বেশি ম্যাচ খেলতে পারার সুযোগকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে মনে করা হচ্ছে।
মুম্বইয়ের জার্সি চাপিয়ে বলতে গেলে একেবারেই নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি অর্জুন। ২২ বছর বয়সী তরুণ এই বাঁহাতি পেসার সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট ছাড়া আর কোথাও মাঠে নামার সুযোগ পাননি।মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও তিনি একজন বেঞ্চ ওয়ার্মারের চেয়ে বেশি কেউ নন। তাই নিজেকে এবার প্রমাণ করতে চান সচিন পুত্র।