বাংলাহান্ট ডেস্ক: হিট সিনেমার খাতায় পরপর শূন্য। উপরন্তু বলিউডে (Bollywood) চলছে বয়কটের মরশুম। নিশানায় সমস্ত খান অভিনেতারা। পরিস্থিতি যা তাতে সলমন খানের (Salman Khan) আসন্ন ছবি ‘টাইগার থ্রি’ এর উপরেও বিপদের খাঁড়া ঝুলছে। ভাইজান জনপ্রিয়তা এখন অনেকটাই ফিকে। তাই বড়পর্দার ভরসায় বসে না থেকে ছোটপর্দা দিয়েই ঝুলি ভরানোর পরিকল্পনা সলমনের।
অনেক বছর ধরেই হিন্দি ঠেলিভিশনের জনপ্রিয়তম শো ‘বিগ বস’ সঞ্চালনা করে আসছেন সলমন। করোনা কালেও বাদ দেননি তিনি। এমনিতেই প্রতি সিজনে বাড়তে থাকা গসিপ আর বিতর্কের জন্য বিগ বসের চাহিদা তুঙ্গে। উপরন্তু সলমনের উপস্থিতি নিঃসন্দেহে এই শোয়ের টিআরপি আরো বাড়িয়ে দেয়। তাই তো সলমন ছাড়া আর কাউকে বিগ বসের সঞ্চালক হিসাবে ভাবাও যায় না।
একথা ভাইজানও জানেন খুব ভাল ভাবে। তাই শোয়ের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও তিনি বাড়ান তাল মিলিয়ে। গত বছর অর্থাৎ বিগ বস ১৫-র জন্য সলমন নিয়েছিলেন ৩৫০ কোটি টাকা। এই টাকাতেই নাকি গোটা সিজনের সঞ্চালনা করতে রাজি হয়েছিলেন সলমন। কিন্তু এবারে তাঁর দাবি আরো অনেক বেশি।
সূত্রের খবর বলছে, গত বারের তুলনায় তিনগুণ বেশি পারিশ্রমিক চেয়েছেন সলমন। বিগ বসের ১৬ তম সিজনের জন্য নাকি ১০০০ কোটি টাকা দাবি করেছেন অভিনেতা। চমকে গেলেন তো? চমকে যাওয়ার মতোই কথা। বলিউড ছবি বহুদিন হয়ে গেল ৫০০-৬০০ কোটি টাকার ব্যবসা দেখেনি। দক্ষিণে অবশ্য উলটো ছবি। সেখানে একাধিক ছবি ১০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।
এবার সেই পরিমাণ টাকাই দাবি করে বসেছেন সলমন। বলিউডে বয়কটের ট্রেন্ড চলছে। আমিরের পর বাকি দুই খানের ছবিও বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। টাইগার থ্রির পরিস্থিতি কী হবে তা এখন থেকে বলা সম্ভব না। তাই আগে থেকেই সলমন নিজের আখের গুছিয়ে রাখছেন বলে মনে করছেন অনেকে।